1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

দনেৎস্ক দখলে সবচেয়ে বড় আক্রমণের প্রস্তুতি

১২ জুলাই ২০২২

দনেৎস্ক দখল করতে সবচেয়ে বড় আক্রমণ শানাতে চলেছে রাশিয়া, সতর্ক করলো ইউক্রেনের সেনা।

https://p.dw.com/p/4Dywh
দনেৎস্ক দখল করতে ঝাঁপাবে রাশিয়া?
দনেৎস্ক দখল করতে ঝাঁপাবে রাশিয়া?ছবি: Metin Aktas/AA/picture alliance

সেনার তরফ থেকে জানানো হয়েছে, দনেৎস্কে দুইটি প্রধান শহর ক্রামাতোরস্ক ও বাখমুট আগে দখল করতে চায় রাশিয়া। সেজন্য তারা এতদিনের মধ্যে সবচেয়ে তীব্র আক্রমণের পরিকল্পনা করেছে।

খারকিভের গভর্নর জানিয়েছেন, সোমবার রাশিয়ার রকেট এসে শহরের শপিং সেন্টার ও আবাসিক এলাকায় আছড়ে পড়েছে। ছয়জন বেসামরিক মানুষ মারা গেছেন। এই এলাকার পাশ দিয়ে ১৭ বছর বয়সি ছেলেকে নিয়ে গাড়ি করে যাচ্ছিলেন তার বাবা। দুজনেই মারা গেছেন।

জেলেনস্কি ক্ষুব্ধ

ক্যানাডার সিদ্ধান্তে ক্ষুব্ধ জেলেনস্কি। ক্যানাডা নর্ড স্ট্রিম ১ গ্যাস পাইপলাইনে একটি টার্বাইন সারিয়ে দিচ্ছে। তারা এই কাজটি করছে জার্মানির সিমেন্স কোম্পানির সাইটে। রাশিয়া জানিয়েছে, এই টার্বাইন না সারিয়ে দিলে জার্মানিকে ঠিকভাবে গ্যাস সরবরাহ করা সম্ভব নয়।

জেলেনস্কির বক্তব্য, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আছে। এই অবস্থায় ক্যানাডা টার্বাইন সারাইয়ের কাজ করতে পারে না। জেলেনস্কি জানিয়েছেন, ক্যানাডায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। জেলেনস্কির দাবি, এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে নিজেদের দুর্বলতাই প্রকাশ পাবে। রাশিয়া ইউরোপে গ্যাস কম সরবরাহ করতে চাইবে। তারা গ্যাস সরবরাহ থামিয়েও দিতে পারে। সেই পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।

পুটিনের সিদ্ধান্ত

রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন এখন সব ইউক্রেনীয়কে দ্রুত নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে শুধুমাত্র দনেৎস্ক, লুহানস্ক, খেরসনের মতো কয়েকটি এলাকার মানুষকে নাগরিকত্ব দেয়া হচ্ছিল। কিন্তু পুটিন জানিয়েছেন, ইউক্রেনের সবার জন্য ফাস্ট ট্র্যাকে রাশিয়ার নাগরিকত্ব দেয়া হবে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটা রাশিয়ার চক্রান্ত। রাশিয়া ইউক্রেনের একাধিক অঞ্চল দখল করে রেখেছে। ওই অঞ্চলের মানুষদের অবৈধভাবে নাগরিকত্ব দেওযার প্রস্তুতি নিচ্ছে তারা।

২০১৯ সাল থেকে দনেৎস্ক ও লুহানস্কে বসবাসকারী সাত লাখ ২০ হাজার মানুষ রাশিয়ার নাগরিকত্ব পেয়েছেন।

রাশিয়াকে ড্রোন?

হোয়াইট হাউস জানিয়েছে, ইরান শীঘ্রই রাশিয়াকে কয়েকশ ড্রোন দিতে চলেছে। এই সব ড্রোন দিয়ে নজরদারি করা যায়, কিছু ড্রোন অস্ত্র নিয়ে যেতে পারে এবং তা নিক্ষেপ করতে পারে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)