1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিপোলিতে লড়াই অব্যাহত

২৩ আগস্ট ২০১১

টানা তিনদিন ত্রিপোলি দখলের লড়াই অব্যাহত রেখেছে বিদ্রোহীরা৷ মঙ্গলবারও ত্রিপোলির একাধিক এলাকায় যুদ্ধের খবর পাওয়া গেছে৷ তবে গাদ্দাফি পুত্র সাইফ আল-ইসলাম সাংবাদিকদের সামনে হাজির হওয়ায় দেখা দিয়েছে নানা প্রশ্ন৷

https://p.dw.com/p/12Lh9
Rebel fighters observe the fighting near Muammar Gadhafi's main compound in the Bab al-Aziziya district of Tripoli, Libya, Tuesday, Aug. 23, 2011. Fresh fighting erupted in Tripoli on Tuesday hours after Moammar Gadhafi's son turned up free to thwart Libyan rebel claims he had been captured, a move that seems to have energized forces still loyal to the embattled regime. (Foto:Sergey Ponomarev/AP/dapd)
ছবি: dapd

সর্বশেষ অবস্থা

জার্মান সময় মঙ্গলবার বিকেল পর্যন্ত যা খবর, তাতে ত্রিপোলির কমপক্ষে দুটি এলাকায় যুদ্ধ চলছে৷ গাদ্দাফিপন্থী বা সরকারি সেনাদের দখলে থাকা একটি হোটেলের আশেপাশে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে৷ আর মুয়াম্মার গাদ্দাফি’র বাব আল-আজিজিয়া প্রাসাদ ঘিরে রেখেছে বিদ্রোহীরা, এমন এক খবর জানিয়েছে আল-জাজিরা৷ এই সংবাদমাধ্যম আরো দাবি করেছে, গাদ্দাফির প্রাসাদ লক্ষ্য করে মঙ্গলবার বিমান হামলাও চালিয়েছে ন্যাটো৷ তবে, ত্রিপোলির প্রকৃত অবস্থা একেবারে নিশ্চিত করে জানাতে পারছে না কোন পক্ষই৷

হোটেলে সাইফ!

মঙ্গলবার ভোররাতে রীতিমত সবাইকে বিস্মিত করে ত্রিপোলির একটি হোটেলে হাজির হন সাইফ আল-ইসলাম৷ লিবিয়ার শাসক মুয়াম্মার আল-গাদ্দাফি’র সমর্থকদের দখলে থাকা হোটেল রিক্সস-এ অবস্থান করছেন বিদেশি সাংবাদিকরা৷ তাদের সঙ্গে দেখা করে সাইফ বলেন, বিদ্রোহীদের ‘মেরুদণ্ড’ ভেঙে দিয়েছি আমরা৷ চলমান যুদ্ধ সম্পর্কে তিনি বলেন, ত্রিপোলি আক্রমণ করে কার্যত ফাঁদে আটকা পড়েছে বিদ্রোহীরা৷

Moammar Gadhafi's son, Seif al-Islam, center, waves to troops loyal to his father in Tripoli, Libya Tuesday, Aug. 23, 2011. Al-Islam, who was earlier reported arrested by Libya's rebels, appeared at the hotel and spoke to reporters early Tuesday. (Foto:Dario Lopez-Mills/AP/dapd)
ত্রিপোলিতে হোটেলের সামনে সাইফছবি: dapd

৩৯ বছর বয়সি সাইফকে গাদ্দাফি’র উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়৷ রিক্সস হোটেলে অবস্থানকারী বিবিসি’র এক সাংবাদিক জানিয়েছেন, সাইফকে বেশ আত্মবিশ্বাসী এবং উচ্ছ্বাসপূর্ণ মনে হচ্ছিল৷ মুয়াম্মার গাদ্দাফি বর্তমানে ত্রিপোলিতে অবস্থান করছেন এবং সুস্থ আছেন বলেও দাবি করেছেন সাইফ৷ এছাড়া ত্রিপোলি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি৷

বিদ্রোহীদের দাবি

লিবিয়ার বিদ্রোহীদের প্রতিনিধিত্বকারী ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল এর চেয়ারম্যান মোস্তফা আব্দুল জলিল সোমবার বলেছিলেন, ‘‘ত্রিপোলির ৯৫ শতাংশের বেশি এলাকা বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে৷ গাদ্দাফির সব সেনারা হঠাৎ করে উধাও হয়ে গেছে’’৷ এখন অবশ্য বিদ্রোহীরা বলছে, সাইফকে গ্রেপ্তার করা হয়েছিল ঠিকই, কিন্তু তিনি কিভাবে মুক্ত হলেন সেটা বোঝা যাচ্ছে না৷

ন্যাটো’র প্রতিক্রিয়া

ন্যাটো মুখপাত্র কর্নেল রোলান্ড লাভয় মঙ্গলবার সাংবাদিকদের জানান, মুয়াম্মার গাদ্দাফি ন্যাটোর লক্ষ্য নয়৷ তবে, লিবিয়ার সরকারি বাহিনীর নির্দেশ এবং নিয়ন্ত্রণ কেন্দ্রে বিমান হামলা চালাচ্ছে ন্যাটো৷ এসব কেন্দ্রের কোনটিতে গাদ্দাফি’র অবস্থান জানা গেলেও হামলা অব্যাহত রাখবে ন্যাটো৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য