তৈরি হচ্ছে সু চির জীবন নির্ভর চলচ্চিত্র
৮ ডিসেম্বর ২০১০গণতন্ত্রের মানসকন্যা সু চির জীবন নির্ভর এই ছবিতে অভিনয়ের জন্যে ইয়েওহ সোমবার সু চির সঙ্গে দেখা করেছেন৷ ইয়াঙ্গনে লেকের ধারে সু চির বাড়িতে সারা বিকেলটা তিনি কাটিয়েছেন সু চির সঙ্গে৷ অং সান সু চির মুখপাত্র নিয়ান উইন এই খবর জানিয়েছেন৷ ইয়েওহ সুচিকে তাঁর বিভিন্ন আঙ্গিকে তোলা ছবি দেখান৷
থাইল্যান্ডের চলচ্চিত্র কার্যালয়ের পরিচালক ওয়ানাসিরি মরাকুল বলেছেন, ছবির ফরাসি পরিচালক লুক বেসঁ'র সঙ্গে মালয়েশিয়ায় জন্মগ্রহণকারী সাবেক বন্ড গার্ল ইয়েওহ ছবিটির বেশ কিছু দৃশ্য ধারণ সম্পন্নও করেছেন৷ ওয়ানাসিরি যে সরকারি সংস্থায় কাজ করছেন সেই সংস্থাটি থাইল্যান্ডে বিদেশি ছবি তৈরিতে সহায়তা দিয়ে থাকে৷ অং সান সু চির জীবন সম্পর্কিত ছবিটি থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় শুটিং-এর জন্যে অনেক আগেই অনুমোদন দেওয়া হয়েছে৷
টানা সাত বছর গৃহবন্দি থাকার পরে সু চিকে গত মাসে মুক্তি দেওয়া হয়৷ তবে মিয়ানমারে নির্বাচন হয়ে যাবার পর৷ সু চির বয়স এখন ৬৫, আর সাবেক মিস মালয়েশিয়া ইয়েওহ'র বয়স ৪৮৷ ইয়েওহ ১৯৯৭সালে জেমস বন্ড ছবি ‘টুমরো নেভার ডাইজ'-এ সুন্দরী চীনা গোয়েন্দার চরিত্রে অভিনয় করে বিশ্ববাসীর দৃষ্টি কাড়েন৷ এছাড়া বিশ্বখ্যাত পরিচালক অ্যাং লি'র চীনা ভাষার মার্শাল আর্টের ছবি ‘‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্র্যাগন'' ছবিতে ইয়েওহ'র অভিনয় মনে রাখার মত৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক