1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া

২৮ আগস্ট ২০২৪

রাশিয়া বলেছে, পশ্চিমা মিসাইল দিয়ে ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলা করতে দেওয়ার মাধ্যমে পশ্চিমা বিশ্ব আগুন নিয়ে খেলছে৷ তৃতীয় বিশ্বযুদ্ধ শুধু ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া৷

https://p.dw.com/p/4k0KI
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ
পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহয়তা করে আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভছবি: Vyacheslav Prokofyev/dpa/TASS/picture alliance

৬ আগস্ট রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা করে কিছু এলাকার নিয়ন্ত্রণ নেয় ইউক্রেন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই রাশিয়ার উপর বাইরের শক্তির সবচেয়ে বড় হামলা৷ এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷

ব্রিটিশ ট্যাঙ্ক ও যুক্তরাষ্ট্রের রকেট সিস্টেম ব্যবহার করে কুরস্কে হামলা হয়েছে বলে রাশিয়া অভিযোগ করেছে৷ কিয়েভও নিশ্চিত করেছে, কুরস্কে সেতু ধ্বংসে যুক্তরাষ্ট্রের হাইমার্স মিসাইল ব্যবহার করা হয়েছে৷

তবে ওয়াশিংটন বলছে, কুরস্কে হামলার বিষয়ে ইউক্রেনের পরিকল্পনা তাদের আগে জানানো হয়নি৷ হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেয়নি বলেও দাবি করা হয়েছে৷

তবে পুটিনের বিদেশি গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, কুরস্কে হামলার সঙ্গে পশ্চিমের সংশ্লিষ্ট না থাকার দাবি মস্কো বিশ্বাস করে না৷ রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ‘একটি সুস্পষ্ট সত্য'৷

এদিকে, নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কুরস্কে হামলার পর ইউক্রেনকে স্যাটেলাইট ছবি ও অন্যান্য তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন৷ ঐ এলাকায় রুশদের আগমন সম্পর্কে তথ্য পেতে সহায়তা করতে এসব তথ্য দেওয়া হয় বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়৷

লাভরভের বক্তব্য

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মঙ্গলবার মস্কোতে সাংবাদিকদের বলেন, ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়াতে চাইছে পশ্চিমা বিশ্ব৷

ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার সময় কিছু শর্ত দিয়েছিল পশ্চিমা বিশ্ব৷ সেই শর্ত সহজ করতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন৷ সেই অনুরোধ বিবেচনার মাধ্যমে পশ্চিমা বিশ্ব ‘সমস্যা ডেকে আনছে' বলেও মন্তব্য করেন লাভরভ৷

‘‘আমরা আবার নিশ্চিত করছি, পশ্চিমা দেশগুলোতে যে প্রাপ্তবয়স্ক চাচা ও চাচীদের পরমাণু অস্ত্রের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের জন্য আগুন নিয়ে খেলা খুব বিপজ্জনক৷ মনে হচ্ছে, তারা ম্যাচ নিয়ে খেলা ছোট বাচ্চা,'' বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ৷ ‘‘মার্কিনিরা তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে দ্ব্যর্থহীনভাবে এমন কথা বলে যেন, ঈশ্বর না করুক, যদি (বিশ্বযুদ্ধ) শুরু হয়ে যায়, তাহলে সেটা শুধু ইউরোপকে প্রভাবিত করবে,'' বলেন তিনি৷

লাভরভ বলেন, নিউক্লিয়ার ডকট্রিন আরো ‘স্পষ্ট করছে' রাশিয়া৷ দেশটির ২০২০ সালের নিউক্লিয়ার ডকট্রিনে প্রেসিডেন্ট কোন বিবেচনায় পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাববেন, তা বলা আছে৷ এতে বলা হয়, পরমাণু বা অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র বা প্রচলিত অস্ত্র দিয়ে হামলার শিকার হওয়ার পর ‘দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে' প্রেসিডেন্ট পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবতে পারেন৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)