1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুষার চিতারা বিপন্ন, তাদের বাঁচাবার উদ্যোগ চলছে আফগানিস্তানে

২৯ আগস্ট ২০১১

তুষার চিতা৷ ইংরেজিতে যাকে বলা হয় স্নো লেপার্ড৷ এই চিতারা বিপন্ন হয়ে পড়ছে ক্রমশ চোরা শিকারী সহ অন্যান্য সমস্যার কারণে৷ তাদের বাঁচাতে উদ্যোগ নিচ্ছে আন্তর্জাতিক বিপন্ন পশু সুরক্ষার সংগঠন সিএমএস৷ কিন্তু কাজটা বেশ কঠিন৷

https://p.dw.com/p/12PPn
হারিয়ে যাচ্ছে তুষার চিতাছবি: AP

তুষার চিতাদের মূলত বিশ্বের যে দেশগুলিতে দেখতে পাওয়া যেত, সেগুলি হল বরফ সমৃদ্ধ আফগানিস্তান, ভূটান, চীন, ভারত, কাজাখস্তান, কিরঘিজস্তান, মঙ্গোলিয়া, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান - এই দেশগুলিতে৷ সচরাচর এই প্রাণীগুলি পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায় এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা পরিযায়ী পশু৷ অর্থাৎ, বরফের সন্ধানে তারা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে চলে যেতে পছন্দ করে৷ কিন্তু নানা কারণে তারা সংখ্যায় ক্রমশ কমে আসছে৷ বিশেষ করে এই তুষার চিতাদের যেখানে সবচেয়ে বেশি সংখ্যায় দেখতে পাওয়া যেত আগে, সেই আফগানিস্তানে৷

আফগানিস্তানে অতি সম্প্রতি একটি তুষার চিতার সন্ধান পেয়েছেন গবেষকরা৷ দেখা গেছে, লুকিয়ে রাখা ক্যামেরায় সেই সবল সুস্থ পুরুষ চিতাটির ছবি৷ যেহেতু এই প্রাণীটি বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকায় পড়ছে, তাই এগুলিকে বাঁচাতে বিশেষ উদ্যোগ নিচ্ছেন বিশেষজ্ঞরা৷ যাঁরা বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণের কাজ করে থাকেন৷ জাতিসংঘের প্রাণী সংরক্ষণ প্রকল্পের আওতায় কর্মরত সেই সংগঠনের নাম সি এম এস৷ এই সিএমএস-এর এক পরামর্শদাত্রী ক্রিশ্চিয়ানে ব়্যোটগার জানিয়েছেন, তুষার চিতাদের নিয়ে মূল সমস্যাটি ঠিক কোথায়৷

Flash-Galerie Schneeleopard
আফগানিস্তানেও দেখা যায় তুষার চিতাছবি: picture alliance/Arco Images GmbH

ক্রিশ্চিয়ানে জানাচ্ছেন, তুষার চিতারা যেহেতু অতি উঁচু পাহাড়ের দুর্গম জায়গায় বসবাস করে এবং প্রায়শই তারা এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে থাকে৷ তাই তাদের সঠিক সংখ্যা দেওয়া বেশ সমস্যার বিষয়৷ তার ওপর রয়েছে চোরা শিকারীদের অত্যাচার৷ দেখা গেছে, এইসব চোরা শিকারীরে দুর্গম এলাকায় সীমান্ত পেরিয়ে অন্য দেশে গিয়ে চিতাগুলিকে মেরে ফের নিজেদের দেশে ঢুকে পড়ে৷ ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয় না সীমান্ত আইনের কারণে৷ আরেকটি সমস্যা হল, যে দেশে সর্বশেষ তুষার চিতাটির সন্ধান মিলেছে, সেই আফগানিস্তান আবার সিএমএস বা বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের যে আন্তর্জাতিক চুক্তি, তাতে সই করেনি৷

তুষার চিতাদের সংরক্ষণে তাই উদ্যোগ নেওয়া এবং তার নবীকরণের চেষ্টায় এখন ব্যস্ত সিএমএস৷ ৪০ বছর আগে নেওয়া পরিসংখ্যান বলছে, সে সময়ে মোট ৮০ টি তুষার চিতা ছিল শুধুমাত্র আফগানিস্তানে৷ আর ২০০২ সালে শেষবার আফগানিস্তানে মাত্র দুটি তুষার চিতার সন্ধান মিলেছিল৷ আর বর্তমানে মাত্র একটি চিতার জীবিত থাকার প্রমাণ মিলেছে৷ সুতরাং বোঝাই যাচ্ছে, সংখ্যায় দ্রুতবেগে তারা কমছে৷ কিন্তু তাদের সুরক্ষার ব্যবস্থাটা কীভাবে নেওয়া যাবে, সে বিষয়েই এখন চিন্তিত জাতিসংঘের বিলুপ্তপ্রায় পশু সুরক্ষা দপ্তর সিএমএস৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য