তুরস্ক প্রশ্নে দ্বিধাবিভক্ত জাতিসংঘ
১১ অক্টোবর ২০১৯সিরিয়ার উত্তর-পূর্ব সীমান্তে তুরস্কের হামলা শুরুর পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা আয়োজনের অনুরোধ জানিয়েছিল জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম এবং পোল্যান্ড৷ ইউরোপের এই পাঁচ দেশের অনুরোধে সভা হলেও সেই সভা ফলপ্রসূ হয়নি৷ রাশিয়া দাবি তুলেছিল, নিন্দাপ্রস্তাবে সিরিয়া থেকে যত তাড়াতাড়ি সম্ভব সব অবৈধ সেনাবাহিনীকে প্রত্যাহারের বিষয়টিও উল্লেখ করতে হবে৷ নিরাপত্তা পরিষদের অন্য সদস্যরা বিষয়টি মেনে নিতে না পারায় প্রস্তাবই পাস হয়নি৷
জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম এবং পোল্যান্ড তুরস্কের প্রতি সামরিক হামলা বন্ধের আহ্বান জানিয়েছে৷ যুক্তরাষ্ট্র বলেছে, ‘‘আইন মেনে চলতে, অসহায় বেসামরিক নাগরিকদের রক্ষা করতে এবং আইএস জঙ্গিরা এর (হামলার) সুবিধা নিচ্ছে না তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তার ফল ভোগ করতে হবে তুরস্ককে৷ ''
তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগ্লু জানিয়েছেন, সে দেশের সেনাবাহিনী সিরিয়ার ৩০ কিলোমিটার ভেতরে যাওয়ার পরিকল্পনা নিয়ে হামলা শুরু করেছে৷
এসিবি/ কেএম (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)