1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অভিবাসনসাইপ্রাস

তুরস্কে নিহত উত্তর সাইপ্রাসের নাগরিকদের শেষকৃত্য সম্পন্ন

১৩ ফেব্রুয়ারি ২০২৩

উত্তর সাইপ্রাসের মোট ৩৯ জন নাগরিক তুরস্কের ভূমিকম্পে নিহত হয়৷ তাদের মধ্যে ২৪ জনই শিশু৷ এক ভলিবল টুর্নামেন্টে অংশ নিতে তুরস্কে গিয়েছিল তারা৷ রবিবার তাদের শেষ দুজনকে সমাহিত করা হয়৷

https://p.dw.com/p/4NPkB
Türkei Adiyaman | Rettung eines 6-jährigne Mädchens nach 178 Stunden
ছবি: Aytac Unal/Anadolu Agency/picture alliance

এগারো থেকে ১৪ বছরের শিশু, ১০ জন মা-বাবা, চারজন শিক্ষক ও একজন প্রশিক্ষক তুরস্কের দক্ষিণ-পূর্ব শহর আদিয়ামানের এক হোটেলে অবস্থান করছিলেন৷ তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সাইপ্রাসের ফামাগুস্তার এক হাই স্কুলের দলটি একটি ম্যাচ খেলার জন্য আদিয়ামানে যায়৷

গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পে হোটেলটি ধসে পড়লে তারা সকলেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে৷ তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের শিকার হয় এই ভলিবল দলের সদস্যরাও৷ ভূমিকম্পে তুরস্কে এ পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি মানুষ প্রান হারিয়েছে৷

মৃতদের সমাহিত করার জন্য গত শুক্রবার থেকে ফামাগুস্তায় একের পর এক অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়৷ সেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে৷

রবিবার ভলিবল দলের সদস্য হাভিন কিলিচ ও প্রশিক্ষক ওসমান সেটিনতাসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়৷ তাতে অংশ নিতে উপস্থিত হন শত শত মানুষ৷

দুটি কফিনে তাদের মৃতদেহ রাখা হয়৷ এর মাঝখানে রাখা হয় একটি ভলিবলও৷ শোকাহত শিক্ষার্থীরা কেঁদে আর প্রার্থনা করে দুজনকে চির বিদায় জানায়৷

একেএ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য