1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্ক-ইসরায়েল সম্পর্কের অবনতি ঘটে চলেছে

১৩ জানুয়ারি ২০১০

এক সময়ের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তুরস্ক ও ইসরায়েলের মধ্যে এখন সম্পর্কের চরম অবনতি হয়েছে৷ সোমবার তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের পর ইসরায়েলকে ক্ষমা চাইতে বলেছে তুরস্ক৷

https://p.dw.com/p/LUML
তুর্কি রাষ্ট্রদূত চেলিকোল ইসরায়েলি উপ পররাষ্ট্র মন্ত্রীর কাউচের তুলনায় একটি নীচু কাউচে বসে আছেন৷ছবি: AP

দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির শুরুটা হয় গাজায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে৷ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১,৪০০ ফিলিস্তিনি নিহত হওয়ার প্রতিবাদে দাভোসে অনুষ্ঠিত সম্মেলনে ওয়াক আউট করেন তুর্কি প্রধানমন্ত্রী রেচেপ তাইয়েপ এরদোয়ান৷ এরপর ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক মহড়াও বাতিল করে তুরস্ক৷ দুই দেশের সম্পর্কের অবনতির সর্বশেষ উদাহরণ জেরুসালেমে তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে ইসরায়েলি উপ পররাষ্ট্র মন্ত্রীর অসৌজন্যমূলক আচরণ৷

যা ঘটেছে সোমবার

ঘটনার সূত্রপাত অবশ্য তুর্কি টেলিভিশনে সম্প্রচারিত একটি নাটক থেকে৷ সেখানে দেখানো হয় ইসরায়েলি কূটনীতিকরা একটি শিশু অপহরণের পেছনে ভিলেন হিসেবে ভূমিকা পালন করেছেন৷ এই ব্যপারে তথ্য আসার পর সোমবার তেল আভিভে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত ওগুজ চেলিকোলকে তলব করা হয় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে৷ তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের আগে ইসরায়েলের উপপররাষ্ট্র মন্ত্রী ড্যানি আয়ালোন সাংবাদিকদের ডেকে নিয়ে যান এবং দেখান যে বৈঠকস্থলে কোন তুর্কি পতাকা নেই৷ আয়ালোন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান যে তিনি ইচ্ছে করেই তুর্কি রাষ্ট্রদূত চেলিকোলের সঙ্গে হাত মেলাননি৷ এরপর টেলিভিশনে দেখানো হয় যে তুর্কি রাষ্ট্রদূত চেলিকোল ইসরায়েলি উপ পররাষ্ট্র মন্ত্রীর কাউচের তুলনায় একটি নীচু কাউচে বসে আছেন৷

Ministerpräsidenten Benjamin Netanjahu bei Koalitionsverhandlungen in Tel Aviv
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু (ফাইল ফটো)ছবি: AP

আংকারার ক্ষমা প্রার্থনার দাবি

এই ঘটনার পর মঙ্গলবার আংকারা এক বিবৃতিতে একে কূটনৈতিক অসৌজন্যতা বলে অভিহিত করেছে৷ বিবৃতিতে বলা হয়, আমরা এই ঘটনার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের ব্যাখ্যা এবং ক্ষমা প্রার্থনা আশা করছি৷ তেল আভিভের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আচরণ কূটনৈতিক আচার আচরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না৷ আমরা তাদের তা মেনে চলার আহ্বান জানাচ্ছি৷

ইসরায়েলের অনড় অবস্থান

এদিকে এই ঘটনার পর ড্যানি আয়ালোন ক্ষমা চাননি, বরং এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তুরস্কের রাজনৈতিক এবং অন্যান্য পক্ষ থেকে বারবার উস্কানি আসার পরও আমরা যে কূটনৈতিক কৌশল নিয়েছি তা অনেক কমই ছিল৷ এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন যে তুরস্ক ইদানিং ইরানের মত ইসরায়েল বিরোধী মুসলিম দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে৷ এটা ইসরায়েলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ বার্তা সংস্থা রয়টার্স জানায় যে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করার বিষয়টি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর আগে থেকেই জানতো৷ তবে তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে যা করা হয়েছে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তর অবহিত ছিল না৷

প্রতিবেদক রিয়াজুল ইসলাম, সম্পাদনা অরুণ শঙ্কর চৌধুরী