তিস্তার পানিবন্টন চুক্তি অবশ্যই হবে: শেখ হাসিনা
১৯ অক্টোবর ২০১১বিকেলে তিনি লালমনিরহাটের পাটগ্রামে এক জনসভায় বলেন, তিস্তার পানিবন্টন চুক্তি অবশ্যই হবে৷ তিনি বলেন, বিরোধী দল বিএনপি আন্দোলনের নামে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চাইছে৷
দহগ্রাম-অঙ্গরপোতার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের মাঝে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন৷ প্রধানমন্ত্রী শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানসহ তাদের উন্নয়নে নানা কর্মসূচির কথা বলেন৷ তিনি বলেন, এই ২টি ছিটমহলের মানুষ অবরুদ্ধ ছিল৷ তিন বিঘা করিডোর ২৪ ঘন্টা উন্মুক্ত করার মধ্য দিয়ে এই এলাকার মানুষ মুক্ত হয়েছে৷
বিকেলে প্রধানমন্ত্রী পাটগ্রামের জনসভায় বলেন, তাঁর সরকার গঙ্গার পানি এনেছে৷ তিস্তার পানিবন্টন চুক্তিও হবে৷ আর তিস্তা নদীর নাব্যতা রক্ষায় উদ্যোগ নেয়া হবে৷
শেখ হাসিনা বলেন, বিরোধী দল বিএনপি রোডমার্চের নামে বিলাসবহুল সফর করছে৷ আর এই রোডমার্চে এত গাড়ি কোথা থেকে আসে! এই গাড়ির মালিকরা টাকা কোথায় পেল তা তদন্ত করে দেখা হবে৷ তিনি বলেন, বিএনপি'র আন্দোলনের উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা৷ তারা জনগণের কল্যাণে কোন কাজ করছেনা৷
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারে কোন দুর্নীতিবাজ মন্ত্রী নেই৷ তাঁর সরকার দুর্নীতি করেনা৷ বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্প নিয়ে যে দুর্নীতির অভিযোগ করেছে তা বিএনপি'র আমলের৷ তাঁর কাছে তার প্রমাণ রয়েছে৷
শেখ হাসিনা বলেন, বিরোধী দল দেশে অশান্তি সৃষ্টি করতে চাইছে৷ বিরোধী দলীয় নেত্রী বলেছেন, তাঁরা ঘরে ঘরে আগুন লাগাবেন৷ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তাদের সে আশা পুরণ হবেনা বলে জানান প্রধানমন্ত্রী৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফরূক