তালেবানের সঙ্গে সিআইএ প্রধানের গোপন বৈঠক
২৫ আগস্ট ২০২১ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বৈঠক হয়েছে গত সোমবার। বার্নস কাবুল গিয়ে তালেবানের সহ প্রতিষ্ঠাতা আব্দুল গনি বরাদরের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠক ছিল পুরোপুরি গোপন। ওয়াশিংটন পোস্টের এই খবর সত্যি হলে, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর এই প্রথম বাইডেন প্রশাসনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তালেবানের মুখোমুখি বৈঠক হলো। আফগানিস্তানে হাজার হাজার মানুষ আটকে পড়েছেন। তাদের বের করে নিয়ে আসা খুবই বড় চ্যালেঞ্জ। এই পরিপ্রেক্ষিতে বার্নসের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।
বার্নস হলেন বাইডেন প্রশাসনের সব চেয়ে অভিজ্ঞ কূটনীতিক। আর বরাদর হলেন অন্যতম প্রধান তালেবান নেতা। তিনি কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক অফিস সামলাতেন।
সিআইএ-র মুখপাত্র সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, তারা কখনোই ডিরেক্টর কোথায় যাচ্ছেন, তা নিয়ে আলোচনা করেন না।
ওয়াশিংটন পোস্ট সূত্রকে উদ্ধৃত করে জনিয়েছে, বৈঠক হয়েছে। তবে কী আলোচনা হয়েছে, তা তারা বলতে পারেনি। তবে রিপোর্টে বলা হয়েছে, কাবুলের বিমানবন্দর ৩১ অগাস্ট তালেবানের হাতে তুলে দেওয়া নিয়ে কথা হয়েছে। বিমানবন্দরে হাজার কয়েক আফগান আছেন। তাদের আশা, তারা বিদেশে যেতে পারবেন। কিন্তু তালেবান আর কোনো আফগানকে দেশ ছেড়ে যেতে দিতে রাজি নয়। তারা মার্কিন সেনার আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময়সীমা বাড়াতেও রাজি নয়।
এই অবস্থায় জি-৭ বৈঠকে বাইডেন বলেছেন, অ্যামেরিকাও ৩১ অগাস্টের সময়সীমা মেনেই চলবে।
জিএইচ/এসজি(এএফপি, এপি)