1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধইউরোপ

তালেবান নেতাদের গ্রেপ্তারে আইসিসির নির্দেশ

২৩ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে নারীদের নিপীড়ন ও অধিকার খর্ব করার অপরাধে তালেবানের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

https://p.dw.com/p/4pY1h
কান্দাহারে সড়কের পাশে শুকনো ফল কিনছে দুই বোরকা পরিহিত আফগান নারী
আখুন্দজাদার জারি করা ফরমান নারী ও মেয়েদের জনজীবন সঙ্কুচিত করে তুলেছেছবি: Sanaullah Seiam/AFP via Getty Images

আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন বিচারক জানান, তালেবানের প্রধান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির নারী ও নারী শিশুদের প্রতি তালেবান সরকারের নেয়া বিভিন্ন বৈষম্যমুলক পদক্ষেপকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করছে আদালত।

বিচারক করিম খান বলেন, পরোয়ানা জারি করার পেছনে হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও তার প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে লিঙ্গভিত্তিক বৈষম্যের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। করিম খান বলেন, আফগানিস্তানে নারী ও মেয়েদের পাশপাশি এলজিবিটিকিউ প্লাস গোষ্ঠীর সদস্যরাও তালেবান সরকার কর্তৃক নিপীড়নের স্বীকার হচ্ছেন। তিনি বলেন, "আমাদের এই পদক্ষেপ তাদের প্রতি একটি স্পষ্ট বার্তা যে আফগানিস্তানে নারী ও মেয়েদের অধিকার নিশ্চিত হচ্ছে না।"

তালেবান সরকার ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলেও নারী অধিকারের বিষয়ে তাদের অবস্থান প্রথম মেয়াদ (১৯৯৬-২০০১)-এর চেয়ে কিছুটা শিথিল রয়েছে। তবে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই হাইবাতুল্লাহ আখুন্দজাদা ইসলামী শরীয়াভিত্তিক আইনের কথা বলে জনপরিসরে নারীদের প্রবেশাধিকার কার্যত বন্ধ করে দেন।     

প্রত্যাবাসনে অনিশ্চিত আফগান নারীদের শিক্ষা ও ভবিষ্যৎ

এসএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য