1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগভারত

তাজিকিস্তানে বড় ভূমিকম্প, কাঁপলো আফগানিস্তানও

২৩ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্ক-সিরিয়ার পর এবার বড় ভূমিকম্প তাজিকিস্তানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের পরিমাপ ছিল ছয় দশমিক আট।

https://p.dw.com/p/4NrkG
ছবি: Yegor Aleyev/TASS/dpa/picture alliance

চীন সীমান্তের কাছে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল। এর প্রভাবে তাজিকিস্তান ও আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল সকালে কেঁপে ওঠে। স্থানীয় সময় তখন সকাল ছয়টা বেজে আট মিনিট।

প্রথম ভূমিকম্পের মিনিট ২০ পরে আফটারশকও হয়। এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

চীনের সরকারি টেলিভশনকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, ভূমিকম্পের পরিমাপ ছিল সাত দশমিক দুই।

সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়ংকর ভমিকম্প হয়েছে। ৪১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। প্রচুর বাড়ি ভেঙে পড়েছে। তার কিছুদিনের মধ্যেই এবার তাজিকিস্তানে বড় ভমিকম্প হলো।

জিএইচ/এসজি (এপি, রয়টার্স)