1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাইওয়ানের এয়ার ডিফেন্স জোন-এ চীনের ১৬টি যুদ্ধবিমান

৮ নভেম্বর ২০২১

ইইউ প্রতিনিধিদল তাইপেই থেকে যাওয়ার একদিন পর চীনের ১৬টি যুদ্ধবিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স জোন-এ প্রবেশ করলো। 

https://p.dw.com/p/42hqG
তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়ে চীনের ১৬টি যুদ্ধবিমান। ছবি: Yang Pan/Xinhua/picture alliance

অক্টোবরের গোড়া থেকেই তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন(এডিআইজেড) বারবার লঙ্ঘন করেছে চীন। কিন্তু  গত শনিবার তারা সব চেয়ে বেশি বিমান তাইওয়ানের এডিআইজেডে পাঠালো। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৬টি চীনা যুদ্ধবিমান তাদের এডিআইজেড-এ ঢোকে। সঙ্গে সঙ্গে তারা রেডিও সতর্কবার্তা পাঠায় এবং পরিস্থিতির দিকে নজর রাখতে শুরু করে। এই নিয়ে সম্প্রতি মোট ১৫০টি চীনা যুদ্ধবিমান এডিআইজেডে প্রবেশ করলো।

এডিআইজেড কী

এডিআইজেড হলো তাইওয়ান উপকূলের কয়েকশ কিলোমিটার জুড়ে থাকা আকাশসীমা। এটা তাইওয়ানের সার্বভৌম আকাশসীমার থেকেও বড় এবং উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। 

জাতীয় সুরক্ষার কথা ভেবেই এডিআইজেড চিহ্নিত করা হয়। এটা কোনো আন্তর্জাতিক চুক্তির অংশ নয়। এডিআইজেডে কোনো বিমান ঢুকলে তাইওয়ানের কর্তৃপক্ষ তাদের পরিচয় জানাতে বলতে পারেন এবং কোন উদ্দেশ্যে তারা সেখানে ঢুকেছে তা জানতে চাইতে পারেন।

চীনের বিমান নিয়মিত তাইওয়ানের এডিআইজেডে ঢুকলেও তাদের সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি।

ইইউ প্রতিনিধিদলের সফর

ইইউ প্রতিনিধিদলের তিনদিনের সফর শেষ হওয়ার একদিন পরেই তাইওয়ানের এডিআইজেডে যুদ্ধবিমান পাঠালো চীন।

ইইউ পার্লামেন্টের সাত সদস্য প্রতিনিধিদলে ছিলেন। গতমাসে পার্লমেন্টে প্রস্তাব নেয়া হয়েছে, ইইউ-র সঙ্গে তাইওয়ানের সম্পর্ক আরো ঘনিষ্ট করা হবে। তারপরই এই প্রতিনিধিদল তাইওয়ান এসেছিলেন।

চীনের দাবি, তাইওয়ান তাদের অংশ। তাই বিদেশি কোনো প্রতিনিধিদল তাইওয়ানে এলে চীন মনে করে, তাদের উসকানি দেয়া হচ্ছে। কিন্তু ইইউ-র প্রতিনিধিদল জনিয়েছিল, চীনকে উসকানি দেয়ার কোনো প্রশ্নই নেই। তারা এসেছে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক আরো জোরালো করার জন্য।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স, ডিপিএ)