1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাইওয়ানে আছড়ে পড়লো ঘূর্ণিঝড়, মৃত দুই

২৫ জুলাই ২০২৪

ঘূর্ণিঝড় গায়েমির প্রভাবে তাইওয়ানে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। মানুষকে সতর্ক করে দিয়েছে প্রশাসন।

https://p.dw.com/p/4ihmP
ঘূর্ণিঝড় গায়েমির প্রভাবে তাইওয়ানের উপকূলে সমুদ্রে জলোচ্ছ্বাস হয়।
আট বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে তাইওয়ানে। ছবি: Johnson Lai/AP/picture alliance

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের একটা বড় অংশের উপর ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। তাই মানুষকে চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে

বৃহস্পতিবার স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক বিমান চলাচলও বন্ধ। বিপর্যয় মোকাবিলার জন্য ২৯ হাজার সেনাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। 

প্রেসিডেন্ট লাই বলেছেন, মানুষ যেন নিজের নিরাপত্তার কথা প্রথমে ভাবেন। তিনি জানিয়েছেন, তাইওয়ানের জন্য আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।

ঘূর্ণিঝড়ের প্রভাবে তাইওয়ানে প্রবল বেগে বাতাস বইবে, বৃষ্টি হবে। ইতিমধ্যেই দুইজনের মৃত্যু হয়েছে। একজন গাছ পড়ে মারা গেছেন। আরেকজন বাড়ি ভেঙে পড়ায় মারা যান। দুইশর বেশি মানুষ আহত হয়েছেন। 

আট বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ১৯০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। দক্ষিণ ও মধ্য তাইওয়ানে এক হাজার আটশ মিলিমিটার বা ৭০ ইঞ্চি বৃষ্টি হতে পারে।

প্রবল ঝড় থেকে ছাতা বাঁচানোর চেষ্টা করছেন এক বৌদ্ধ সন্ন্যাসী।
ঘূর্ণিঝড়ের জন্য তাইওয়ানে সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ছবি: Chiang Ying-ying/AP/picture alliance

ইতিমধ্যে জাপান ও ফিলিপাইন্সে এই ঝড়ের প্রভাব পড়েছে। গত পাঁচদিন ধরে সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে। ম্যানিলাতে প্রচুর জায়গায় ধস নেমেছে। এর ফলে আটজন মারা গেছেন।

চীনেও কিছু এলাকায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। 

এই ঘূর্ণিঝড়কে গত আট বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হচ্ছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)