তাইওয়ান দখলের হুমকি চীনের
১০ আগস্ট ২০২২উত্তেজনা প্রশমনের চেষ্টার বদলে চীন তাইওয়ানের উপরআরও চাপ সৃষ্টি করছে৷ সামরিক শক্তি প্রয়োগ করে সে দেশকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনার হুমকি দেওয়া হচ্ছে৷ চীনা মন্ত্রিসভার তাইওয়ান সংক্রান্ত দফতর বুধবার এক বিবৃতিতে এমন সম্ভাবনার কথা বলেছে৷ প্রায় এক সপ্তাহ ধরে তাইওয়ানের চারিপাশে জোরালো সামরিক তৎপরতা চালিয়ে এবং সে দেশের স্থল ও জলসীমার মধ্যে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও রণতরি প্রবেশ করিয়ে বেইজিং বেদখলের আশঙ্কা মোটেই উড়িয়ে দিচ্ছে না৷ তবে বিবৃতিতে ‘শান্তিপূর্ণ' পথে পুনরেকত্রিকরণের ইচ্ছাও প্রকাশ করা হয়েছে৷
তাইওয়ানকে ঘিরে চীনের শক্তি প্রদর্শনের ফলে ব্যবসা বাণিজ্যেরও প্রবল ক্ষতি হচ্ছে৷ বিশ্বব্যাপী পণ্য ও যন্ত্রাংশ সরবরাহের ক্ষেত্রে এই অঞ্চলের বিশেষ গুরুত্ব রয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানসহ একাধিক দেশ এমন বিঘ্নের ফলে দুশ্চিন্তা প্রকাশ করে চীনের কড়া সমালোচনা করেছে৷ অন্যদিকে চীন অ্যামেরিকার আচরণের প্রতিবাদে সে দেশের সঙ্গে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সমুদ্রপথে নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে চলমান সংলাপ থেকে সরে এসেছে৷ গত সপ্তাহে মার্কিন সংসদের নিম্ন কক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকেই বর্তমান উত্তেজনার জন্য দায়ী করছে চীন৷ ওয়াশিংটন অবশ্য পেলোসির সফরকে চীনের বৈরি আচরণের ‘অজুহাত' হিসেবে বর্ণনা করেছে৷
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ মঙ্গলবার চীনা সেনাবাহিনীরমহড়ার ব্যাখ্যা করতে গিয়ে দাবি করেছেন, যে বেইজিং আসলে প্রশান্ত মহাসাগরের পশ্চিমের বড় অংশের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চায়৷ পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পাশাপাশি তাইওয়ান প্রণালীর উপর নিয়ন্ত্রণের মাধ্যমে চীন গোটা অঞ্চল অবরোধ করতে পারে বলে উ মনে করেন৷ সে ক্ষেত্রে তাইওয়ানের উপর চীন হামলা চালালে অ্যামেরিকা ও সহযোগীরা সহায়তা করতে পারবে না৷ অনির্দিষ্টকালের জন্যতাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়ে চীন এমনই প্রস্তুতি চালাচ্ছে বলে পররাষ্ট্রমন্ত্রী মনে করছেন৷
চীনকে রুষ্ট না করতে তাইওয়ানের সঙ্গে সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র সে দেশের প্রতিরক্ষার ক্ষমতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একাধিকবার বলেছেন, যে চীন তাইওয়ানের উপর হামলা চালালে অ্যামেরিকা সেনাবাহিনী পাঠাতে বাধ্য হবে৷ কিন্তু মার্কিন প্রশাসনের অনেক কর্মকর্তা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন৷
মঙ্গল ও বৃহস্পতিবার সামরিক মহড়া চালিয়ে তাইওয়ানের সেনাবাহিনী সম্ভাব্য চীনা হামলা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে৷ চীনও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে৷ তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী শুধু মঙ্গলবারই চীনের দশটি রণতরি এবং ৪৫ যুদ্ধবিমান তাইওয়ান ও সংলগ্ন এলাকায় শনাক্ত করা গেছে৷ এর মধ্যে ১৬টি বিমান তাইওয়ান প্রণালীর ‘মেডিয়ান লাইন' লঙ্ঘন করেছে৷
এসবি/কেএম (এপি/রয়টার্স)