1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি’র কর্মসূচি

২৮ আগস্ট ২০১২

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা রাজনৈতিক দল নির্বাচনের সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সারা দেশে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে৷

https://p.dw.com/p/15y0n
ছবি: DW

কর্মসূচি দেয়ার আগে গত ২ দিনে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন৷ বৈঠক করেছেন সমমনা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে৷ এরপর মঙ্গলবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতৃত্বে ১৮ দলের সরকার বিরোধী কর্মসূচি ঘোষণা করেন৷ এই কর্মসূচির মধ্যে রয়েছে ৭ই সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ, গণমিছিল, গণসংযোগ ও জনসভা৷ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই সময়ের মধ্যে মহানগর, বিভাগ ও জেলা পর্যায়ে বেশ কিছু জনসভায় বক্তব্য রাখবেন এবং জনসংযোগ করবেন৷

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন, সরকারের উচিত এখনই পদত্যাগ করা৷ সরকার দেশের সব সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে৷

মির্জা ফখরুল বলেন, এই সরকারকে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে বাধ্য করা হবে৷ তবে কঠোর কোন কর্মসূচি দিয়ে জনগণের দুর্ভোগ বাড়াতে চাননা৷ সরকার যদি এরপরও তাদের দাবি পূরণ না করেন তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য