1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে: বিএনপি

১১ মে ২০১২

সরকার মামলা হামলা বন্ধ করে বিরোধী দলের দাবি মেনে না নিলে, দেশ অনিবার্য এক সংঘাতের দিকে এগিয়ে যাবে বলে মনে করেন বিএনপি’র শীর্ষ নেতারা৷ তাঁরা ১০ই জুন পর্যন্ত দেখবেন৷ আর ইলিয়াস আলীকে উদ্ধারের দাবি অব্যাহত থাকবে৷

https://p.dw.com/p/14tuz
ছবি: DW

বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর, তাঁকে উদ্ধারের দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি হরতালসহ নানা কর্মসূচি দিয়ে চাঙ্গা হয়ে উঠেছিল৷ কিন্তু হিলারি ক্লিন্টন এবং প্রণব মুখার্জির ঢাকা সফর, নেতাদের বিরুদ্ধে মামলা এবং শীর্ষ নেতাদের কিছুদিনের জন্য আত্মগোপনের ফলে আপাতত কঠোর কর্মসূচিতে যাচ্ছেন না তাঁরা৷ তবে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মনে করেন, এসব করে শেষ পর্যন্ত আন্দোলন বন্ধ করা যাবে না৷

বিএনপি'র আরেকজন শীর্ষ নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ মনে করেন, সরকার নিজেই তাদের কাজের মাধ্যমে প্রমাণ করছে যে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়৷ তিনি বলেন, সরকার যদি তার অবস্থানে অনঢ় থাকে তাহলে দেশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে৷ আর সেই পরিস্থিতি চাইলেও সামলানো যাবে না৷

ড. খন্দকার মোশাররফ বলেন, ১২ই মার্চের মহাসমাবেশে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ১০ই জুনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকারকে সময় বেঁধে দিয়েছেন৷ নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি পূরণ না হলে তাদের অবশ্যই কঠোর আন্দোলনে যেতে হবে৷

দু'জনই বলেন, পরিস্থিতি যাতে সংঘাতময় না হয় সেজন্য যেকোন জায়গায় সংলাপে বসতে রাজি আছেন তাঁরা৷ কিন্তু তার আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ঘোষণা দিতে হবে৷ সংলাপ হবে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য