1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় ভারি বর্ষণ

১ জুন ২০২১

ঢাকা ও আশপাশের এলাকায় হচ্ছে ভারি বর্ষণ৷ জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝির এই বৃষ্টিকে বর্ষা আগমনেরই পদধ্বনি বলছে আবহাওয়া অফিস৷

https://p.dw.com/p/3uFZU
ছবি: Romeu da Silva/DW

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, "পুবালী ও পশ্চিমা লঘুচাপের মিলনে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে৷ সকাল থেকে দমকা বাতাসসহ বজ্রবৃষ্টি চলছে৷ বাংলাদেশে বর্ষাও সমাগত৷''

সোমবার গভীর রাতে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছিল৷ মঙ্গলবার সকাল থেকে মেঘে ছেয়ে আছে আকাশ, চলছে দফায় দফায় মুষলধারে বৃষ্টি৷ ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর৷

এ সময় ময়মনসিংহে ৪৮ মিলিমিটার, নেত্রকোণায় ৩৬ মিলিমিটার, টাঙ্গাইলে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে৷ বৃষ্টির খবর এসেছে আরও অন্তত ১৫টি জেলা থেকে৷ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দেশের সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, নেত্রকোণায় হয়েছে ৯৭ মিলিমিটার৷

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) আগামী পাঁচ দিনের মধ্যে টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে৷ ৪ বা ৫ জুনে উপকূলে পৌঁছলে ধীরে ধীরে তা জুন মাসের প্রথমার্ধে দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে৷ সে সময় বৃষ্টির প্রবণতাও বাড়বে৷

গত শনিবারও দেশের কয়েকটি স্থানে মৃদু তাপপ্রবাহ বইছিল৷ দুদিনের মাথায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা বাড়ায় গরমের তীব্রতা কেটে গেছে৷ বর্ষা আসার আগেই উত্তর ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বাড়ার কথা জানালেন আবহাওয়াবিদ৷

"ঢাকায় মঙ্গলবারও বৃষ্টি চলবে, কয়েকদিন পরে বৃষ্টি কমে আসবে তবে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকবে৷ বর্ষা যেহেতু চার-পাঁচ দিন পরে টেকনাফে পৌঁছবে, সেখানেও বৃষ্টি বাড়বে৷''

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ৷ সেইসাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে৷

২০১৭ সালের অগাস্টে এক দিনে ১২৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড রয়েছে ঢাকায়৷ সে সময় তিন ঘণ্টার বৃষ্টিতেই ডুবে যায় ঢাকার অনেক সড়ক৷ ১০ বছর পর অল্প সময়ে এত বৃষ্টিপাত হয়েছিল ঢাকায়৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য