1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার কলেজগুলোর মধ্যে একটি মনস্তাত্বিক সংঘাত আছে: মুহাম্মদ তালেবুর রহমান

২৫ নভেম্বর ২০২৪

রাজধানীতে কলেজ ছাত্রদের সংঘর্ষ থামানো যাচ্ছে না কেন? ছাত্রদের একাংশ কি বিশেষ কোনো কারণে নিজেদের ‘অনিয়ন্ত্রণযোগ্য' ভাবছেন? বিশ্লেষকদের বিশ্লেষণে এমন ইঙ্গিত খুব স্পষ্ট৷

https://p.dw.com/p/4nPtY

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, "আমরা যতটুকু জেনেছি ঢাকায় ৩৫টি কলেজের একটি জোট আছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি বড় কলেজের একটি জোট আছে। তাদের মধ্যে একটি মনস্তাত্বিক সংঘাত আছে। কয়েকদিন আগে ঢাকার মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক ছাত্র মারা যায় ন্যাশনাল হাসপাতালে- সেটা নিয়ে সমস্যা আছে। উত্তেজনা ছিল। এসব ঘটনা নিয়েই ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ হচ্ছে।”

" এইসব ঘটনায় আমরা কোনো ছাত্রকে এখনো আটক করিনি। আমরা ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। কলেজগুলোর প্রিন্সিপালদের সাথে কথা বলছি,” বলেন তিনি।

এদিকে সোমবারের সংঘর্ষে তিন ছাত্র নিহত হওয়ার তথ্য সম্পর্কে পুলিশের দাবি, কেউ নিহত হয়নি, ওটা গুজব ছড়ানো হয়েছে। তবে পুলিশসহ কয়েকজন আহত হয়েছে।