1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা বিভক্তের বিপক্ষে কর্মচারীরা, পুলিশের সঙ্গে হাঙ্গামা

২৭ নভেম্বর ২০১১

ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করা নিয়ে কর্মচারী ও পুলিশের মধ্যে ব্যাপক হাঙ্গামায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন৷ কর্মচারীরা ঢাকাকে বিভক্ত করার বিপক্ষে৷ তবে প্রধানমন্ত্রীর মতে, নগরবাসীকে বেশি সুবিধা দিতে এ সিদ্ধান্ত৷

https://p.dw.com/p/13HzS
ঢাকা ভাগ হোক, চান না অনেকেইছবি: picture-alliance/dpa

ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার সিদ্ধান্তের প্রতিবাদে আজ সকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসুচির আয়োজন করেন৷ নগরভবন চত্বরে শান্তিপূর্ণভাবেই চলছিল তাদের এ কর্মসূচি৷ কিন্তু এক পর্যায়ে তারা মিছিল নিয়ে সামনের রাস্তায় বের হতে চাইলে বাধে বিপত্তি৷ পুলিশ তাদের বাইরে যেতে বাধা দেয়৷ কর্মচারীরা পুলিশের বাধা উপেক্ষা করে বাইরে যেতে চাইলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ কর্মচারী ও পুলিশের মধে প্রায় দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় নগর ভবন এবং এর আশপাশ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়৷

কর্মচারীরা দাবী করেন পুলিশ তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালিয়েছে৷ তারা বলেন তারা কোনভাবেই ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করতে দেবেন না৷ প্রয়োজনে তারা কঠোর আন্দোলনের কর্মসূচি দেবেন৷ তবে পুলিশের উপ কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন ঢাকা সিটি করপোরেশনের কিছু অতি উৎসাহী কর্মকর্তা-কর্মাচারীর কারনে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভী'র শপথ গ্রহন অনুষ্ঠানে বলেছেন, নগরবাসীকে আরো বেশি সেবা দেয়ার চিন্তা থেকেই ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এর ভেতরে অন্য কোন উদ্দেশ্য নেই৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য