1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির মহাসমাবেশ

১১ মার্চ ২০১২

বাংলাদেশের রাজধানী ঢাকা কার্যত সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ আর চলছে পুলিশের গণগ্রেফতার৷ ঢাকার সঙ্গে সারাদেশের সড়ক এবং নৌ যোগাযোগ বন্ধ৷ ঢাকার ভিতরেও বাস মিনিবাস চলাচল বন্ধ৷

https://p.dw.com/p/14IxE
Traffic scenario in SAARC square in Dhaka. There is no bus and minibus as the government ordered to stop the bus service to hinder the opposition's activists' movement in the capital city Dhaka, Bangladesh. Aufnahmeort: Dhaka, Afnahmedatum: 11.03.2012 Copyright: DW
Straßenverkehr in Dhakaছবি: DW

প্রধান বিরোধী দল বিএনপির ‘চলো চলো, ঢাকা চলো' এবং মহাসমাবেশ কাল সোমবার৷ কিন্তু এরিমধ্যে রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে৷ ঢাকা থেকে কোন দূর পাল্লার বাস ছাড়েনি৷ আর ঢাকার বাইরে থেকে কোন বাস আসেনি৷ যাত্রীরা বাস টার্মিনালে বসে হা-পিত্যেস করছেন৷ তাদের মধ্যে রোগীও আছেন৷ রোববার সকাল থেকে রাজধানী ঢাকার মধ্যে গণপরিবহন বাস- বিনিবাস চলাচলও বন্ধ আছে৷ রাস্তায় দেখা যায় কিছু ব্যক্তিগত গাড়ি, অটো রিকশা আর রিকশা৷

সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী থাকলেও নেই কোন লঞ্চ৷ পুরো দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার লঞ্চ যোগাযোগ বন্ধ আছে৷ আগে থেকেই ঢাকার আবাসিক হেটেলগুলো ফাঁকা করা হয়েছে৷ আর এরইমধ্যে চলেছে গণগ্রেফতার৷ তাদের আত্মীয়-স্বজন অভিযোগ করেছেন পুলিশ বিএনপি'র কর্মী সন্দেহে নিরীহ লোকজনকে আটক করছে৷

Police cordon the office of the main opposition party BNP in Naya Paltan, Dhaka, Bangladesh. Aufnahmeort: Dhaka, Afnahmedatum: 11.03.2012 Copyright: DW
বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থানছবি: DW

এদিকে রাজধানী জুড়ে চলছে তল্লাশি৷ বিএনপি'র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে বিপূল সংখ্যক পুলিশ৷ সেখানে বিএনপি'র নেতা-কর্মীরাও ভিড় করছেন৷ দুপুর পর্যন্ত বিএনপিকে মহাসমাবেশের অনুমতি দেয়া হয়নি৷ বিএনপি তাই তৈরি করতে পারেনি সভামঞ্চ৷ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে দাবী করেছেন সরকার তাদের কর্মসূচি বানচাল করতে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে৷তাদের নেতা-কর্মীদের আটক করছে৷ কিন্তু তারা যেকোন উপায়ে সমাবেশ করবেন৷

আর স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন সরকারেরর পক্ষ থেকে যানবাহন চলাচল বন্ধ করা হয়নি৷ কোন গণগ্রেফতারের ঘটনাও ঘটেনি৷ পুশিল শুধু নাশকতা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে৷

এদিকে রোববার বিকেলে ঢাকার গাবতলী থেকে সায়েদাবাদ পর্যন্ত মানবন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল৷ যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার এবং বিচার বাধাগ্রস্তকারীদের আইনের আওতায় আনার দাবীতে তারা এই কর্মসূচি পালন করেন৷ কর্মসূচি পালনের সময় ১৪ দল নেতারা বলেন বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই আন্দোলেনের নামে মাঠে নেমেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য