1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডোপিং সংক্রান্ত নিয়ম শিথিল করলো ক্রীড়া আদালত

৬ অক্টোবর ২০১১

লঘু পাপে গুরু দণ্ড – নাকি গুরু পাপে লঘু দণ্ড? ডোপিং নিয়ে এই বিতর্কের মধ্যেই ক্রীড়া আদালত আইওসি’র এক কড়া নিয়মের বিরুদ্ধে রায় দিয়েছে৷

https://p.dw.com/p/12n0Q
ডোপিং পরীক্ষার নমুনাছবি: AP

খেলাধুলার জগতে ডোপিং নিয়ে বিতর্কের শেষ নেই৷ নিজের ক্ষমতা ও দক্ষতার উপর নির্ভর না করে ওষুধ ও মাদক জাতীয় নানা শক্তিবর্ধকের সাহায্যে সাফল্য পেতে অনেক খেলোয়াড় ও কর্মকর্তা ডোপিং'এর আশ্রয় নেন৷ কিন্তু ডোপিং সংক্রান্ত নিয়ম কানুন নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে৷ যেমন ২০০৮ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ওসাকায় এক বৈঠকে এই সংক্রান্ত একটি নিয়ম বেঁধে দিয়েছিল৷ ডোপিং'এর অভিযোগে কোনো অ্যাথলিটের উপর যদি ৬ মাসের বেশি সময় ধরে নিষেধাজ্ঞা থাকে, তাহলে সে পর পর দুটি অলিম্পিকে অংশ নিতে পারবে না৷ বেশ কড়া শাস্তি – সন্দেহ নেই, কিন্তু আইওসি ডোপিং'এর প্রশ্নে অনমনীয় অবস্থান নিতে চেয়েছিল৷

Olympische Winterspiele 2010 Vancouver Flash-Galerie
ছবি: AP

ভুক্তভোগী অ্যাথলিটদের সবাই অবশ্য এই নিয়ম মেনে নিতে প্রস্তুত ছিল না৷ মার্কিন অলিম্পিক কমিটিও এর বিরোধিতা করেছিল৷ তাদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার আদালত আইওসি'র নিয়মের বিরুদ্ধে রায় দিয়েছে৷ কারণ হিসেবে বলা হয়েছে, আইওসি'র নিয়ম আন্তর্জাতিক ডোপিং নিয়মাবলি লঙ্ঘন করছে, যার অর্থ আইওসি'র নিজস্ব নিয়মও লঙ্ঘিত হচ্ছে৷

এই রায় শুনে অত্যন্ত খুশি জার্মানির অ্যাথলিট ক্লাউডিয়া পেশস্টাইন৷ শীতকালীন অলিম্পিকে ক্লাউডিয়া স্পিড স্কেটিং'এ ৫ বার সোনা জিতেছেন৷ এই রায়ের ফলে তিনি ২০১৪ সালে রাশিয়ার সোচি শহরে শীতকালীন অলিম্পিকে অংশ নিতে পারবেন৷

আইওসি'র প্রেসিডেন্ট জাক রগে অবশ্য ডোপিং'এর মোকাবিলা করতে কড়া নিয়মের পক্ষে সওয়াল করে আসছেন৷ বৃহস্পতিবার আদালতের রায় শুনে কিছুটা দমে গেলেও আগামী ২০১৩ সালে ডোপিং সংক্রান্ত নতুন নিয়মাবলি কার্যকর হওয়ার আগে তার মধ্যেও কড়া নিয়ম ঢোকানোর উদ্যোগ নিতে চান তিনি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ