1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

dw.de/bengali

৭ ফেব্রুয়ারি ২০১২

ডয়চে ভেলে বা ডিডাব্লিউ তার ওয়েবসাইটে বেশ খানিকটা পরিবর্তন এনেছে৷ লোগো কিংবা অডিও ডিজাইনে যেভাবে পরিবর্তন করা হয়েছে, একইভাবে বদলে গেছে ওয়েবসাইটে কনটেন্ট পরিবেশনের ধরন৷ নতুন সাইটে চোখে পড়বে বড় ছবি এবং নেভিগেশনে পরিবর্তন৷

https://p.dw.com/p/13yLo

আমাদের নতুন সাইটে মূল বিষয়টিকে, যেটি হতে পারে আন্তর্জাতিক বা আঞ্চলিক কোন বড় খবর কিংবা গুরুত্বপূর্ণ প্রতিবেদন - সেটিকে আমরা বড় ছবি সহকারে প্রকাশ করছি৷ এই ছবি'র সঙ্গের শিরোনামটি আবার ছোট৷ সেটা করা হয়েছে, যাতে করে ছবিটি আরো বেশি করে ফুটে উঠে এবং পাঠক যাতে মূল বিষয়টি সম্পর্কে সহজেই জানতে পারে, সেজন্য ছবির মধ্যেই থাকছে প্রতিবদনটি'র টিজার৷

বিষয় বৈচিত্র

ডিডাব্লিউ'র এই ওয়েবসাইটের প্রথম পাতায় বিষয় বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হয়েছে৷ বিভিন্ন বিষয়ের কনটেন্টকে আলাদা আলাদাভাবে প্রকাশ করা হচ্ছে৷ এক্ষেত্রে কখনো প্রতিবেদনটি থাকছে ছবিসহ, কখনো বা শুধু শিরোনাম আকারে৷ এটা করা হয়েছে এজন্য যেন, পাঠকের কাছে মনে না হয় সাইটটিতে ছবি কিংবা লেখার আধিক্য বা দুটোরই আধিক্য রয়েছে৷ আবুল বাশার নামে আমাদের একজন পাঠক যেমনটা মন্তব্য করেছেন, নতুন বাংলা ওয়েবসাইট ‘আই ফ্রেন্ডলি'৷ যার মানে হচ্ছে, সাইটটি যখন কোন ব্যবহারকারী দেখছেন, তার চোখের উপর বাড়তি চাপ পড়ছে না৷এটি দৃষ্টিবান্ধব৷

নেভিগেশন

আমাদের সাইটের নেভিগেশন অপশন আর বাম পাশে থাকছে না৷ বরং এটি তুলে দেওয়া হয়েছে ওয়েবসাইটের একেবারে উপরের অংশে৷ আমাদের সংবাদভিত্তিক সব ক্যাটেগরি থাকছে বিষয় নামের একটি ট্যাবের আওতায়৷ সেখানে একইসঙ্গে মূল ক্যাটেগরি এবং সেসবের আওতায় থাকা সাব-ক্যাটেগরিগুলো প্রদর্শিত হচ্ছে৷ এই অংশে আরো থাকছে আমাদের বাছাই করা তিনটি প্রতিবেদন, যেগুলো বিশেষ গুরুত্ব বহন করে৷

DW Relaunch Startseite Bengali
বাংলা বিভাগের একটি ক্যাটেগরি পাতা

‘ডিডাব্লিউকে জানুন'

শ্রোতা-পাঠকদের সঙ্গে ডয়চে ভেলের সম্পর্ক দীর্ঘকালের৷ এই সম্পর্ককে আরো জোরদার করতে নতুন ওয়েবসাইটে যোগ হয়েছে একটি ক্যাটেগরি, নাম ‘ডিডাব্লিউকে জানুন'৷ এই ক্যাটেগরির অবস্থান আমাদের ওয়েবসাইটের নিচের অংশে, যেই অংশকে কারিগরি ভাষায় বলা হয় ‘ফুটার'৷ শ্রোতা-পাঠকদের পাঠানো বিভিন্ন মন্তব্য এখানে থাকবে৷ এছাড়া আমাদের বিভিন্ন প্রতিবেদন পাওয়া যাবে আলাদা আলাদা আর.আর.এস. ফিডে৷ ফলে একজন পাঠক চাইলে, শুধুমাত্র নির্দিষ্ট বিষয়ের, সেটা হতে পারে মুক্তিযুদ্ধ কিংবা জার্মানিতে উচ্চশিক্ষা কিংবা অন্য কোন বিষয়, গ্রাহক হতে পারবেন৷

অডিও-ভিডিও

অডিও এবং ভিডিও প্লেয়ারগুলোতে আমরা ব্যাপক পরিবর্তন এনেছি৷ আমাদের ওয়েবসাইটের প্রথম পাতায় প্রতিদিন একটি করে সাক্ষাৎকার প্রকাশ করা হচ্ছে, যেটা সরাসরি প্রথম পাতাতেই পাঠক শুনতে পাবেন এবং চাইলে সেটি পড়তেও পারেন৷ এছাড়া বিভিন্ন ক্যাটেগরি পাতায় থাকছে অডিও বক্স৷ আমাদের সর্বশেষ ফিচারগুলো এখানে যোগ করা হয়েছে৷ আমাদের ফিচার প্রতিবেদনগুলো পাঠক শুধু শুনতে চাইলে এখন রয়েছে অনেক সুযোগ৷ প্রথমত, আমাদের ওয়েবসাইটেই সেটি শোনা সম্ভব৷ দ্বিতীয়ত আমাদের আইটিউনস ফিড থেকে সেটি ডাউনলোড করে শোনা যেতে পারে, তৃতীয়ত যেকোন আর.এস.এস. রিডার ব্যবহার করেও আমাদের ফিচারগুলো শোনা সম্ভব৷ আর প্রতিদিন সকাল-সন্ধ্যা বাংলাদেশে এফএম'এ অনুষ্ঠান শোনার সুযোগ রয়েছে৷ সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে, ‘অনুষ্ঠান শুনুন' অংশে৷

নতুন ঠিকানা

আমাদের ওয়েবঠিকানা এখন অনেক ছোট করা হয়েছে৷ মূল সাইটের ঠিকানা dw.de৷ আর বাংলা ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে dw.de/bengali৷ আগে যারা আমাদের ওয়েবঠিকানা বড় বলে অনুযোগ করতেন, তারা এবার নিশ্চয়ই খুশি হবেন৷ কারণ এর চেয়ে ছোট ওয়েব ঠিকানা বোধহয় আর হতে পারে না৷ অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, নতুন এই ঠিকানা চালুর সঙ্গে সঙ্গে কি পুরনো ঠিকানা বন্ধ হয়ে যাবে? উত্তর হচ্ছে, মোটেই নয়৷ আমাদের পুরাতন ওয়েবঠিকানা বন্ধ করা হয়নি৷ কোন ব্যবহারকারী যদি ব্রাউজারে সেই ঠিকানা লেখেন, তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে বদলে যাবে৷

সবমিলিয়ে ডিডাব্লিউ'র ওয়েবসাইট সম্পূর্ণ নতুন এক রূপ পেয়েছে৷ তার এই রূপ বদলের সঙ্গে আরো পরিচিত হতে আপনি নিজেই ঘুরে আসুন সাইটটি৷ এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন ফেসবুক, টুইটার, ই-মেলে৷ আমাদের সঙ্গে যোগাযোগের এসব মাধ্যমের ঠিকানা পাবেন ‘ডিডাব্লিউকে জানুন' অংশে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য