1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঠিকানা একই, তবে বদলাবে সংস্করণ

আরাফাতুল ইসলাম৩১ জানুয়ারি ২০১৩

ডয়চে ভেলের মূল ওয়েব ঠিকানা dw.de -তে খানিকটা পরিবর্তন আনা হয়েছে৷ অন্যান্য অনেক বহুভাষিক ওয়েবসাইটের মতো এই ঠিকানাও অঞ্চল ভেদে কখনো চালু করবে ইংরেজি, কখনো বাংলা, কখনো হিন্দি বা অন্য কোনো ভাষার সংস্করণ৷

https://p.dw.com/p/17V9W

পরিবর্তনটা হয়েছে গত মঙ্গলবার৷ dw.de ঠিকানায় জার্মানি থেকে কেউ প্রবেশ করলে তিনি স্বয়ংক্রিয়ভাবে পাবেন ডয়চে ভেলের জার্মান বিভাগের ওয়েবসাইট৷ একইভাবে বাংলাদেশ থেকে কেউ এই ঠিকানায় প্রবেশ করলে পাওয়ার কথা বাংলা বিভাগের ওয়েবসাইট৷ যেমনটা দেখা যায়, সংবাদ সংস্থা সিএনএন-এর ওয়েবসাইটের ক্ষেত্রে৷ যুক্তরাষ্ট্র থেকে কেউ এই ওয়েবসাইটে প্রবেশ করলে তিনি দেখতে পান সিএনএন-এর যুক্তরাষ্ট্রের সংস্করণ৷ আবার অন্য দেশ থেকে দেখা যায় সংস্থাটির আন্তর্জাতিক সংস্করণ৷ এরকম উদাহরণ আরো আছে৷

DW Logo Kundenservice Gewinnspiel
মূল ঠিকানা dw.de, তবে অঞ্চল ভেদে বদলাবে সংস্করণছবি: DW

এখানে বলে রাখা ভালো, আমাদের বর্তমান যে ঠিকানা, www.dw.de/bengali – এই ঠিকানায় কোনো পরিবর্তন আসেনি৷ ফলে যাঁরা ইতিমধ্যে এই ঠিকানা ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করছেন, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই৷ মূলত এই সেবাটি নতুন এবং খানিকটা প্রযুক্তিবান্ধব ব্যবহারকারীদের জন্য৷ বিশেষ করে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ থেকে যাঁরা শুধুমাত্র dw.de ঠিকানায় প্রবেশ করেছেন, তাঁরা আমাদের নতুন ব্যবস্থার আওতায় স্বয়ংক্রিয়ভাবে বাংলা ভাষার ওয়েবসাইটে চলে আসবেন৷ এরপর চাইলে তিনি ইংরেজিতে বা অন্য কোনো ভাষায় ফিরে যেতে পারেন৷

তবে এখানে বলতে হয়, পুরো বিষয়টি আসলে আমাদের হাতে নেই৷ আপনি যে ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেটে বিভিন্ন সাইটে প্রবেশ করেন, সেই ব্রাউজার আমাদের স্বয়ংক্রিয় উদ্যোগে বাধা দিতে পারে৷ যেমন, আপনি যদি ব্রাউজারের ‘কুকিজ' ফাংশন বন্ধ করে রাখেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে ঠিকানা বদল হবে না৷ যাঁরা ব্রাউজারে নিজস্ব পছন্দের বিষয়াদি ইতিমধ্যে যোগ করে রেখেছেন, তাঁদের ক্ষেত্রেও স্বয়ংক্রিয় এই পদ্ধতি কাজ না করার আশঙ্কা বেশি৷ অনেক সময় ব্রাউজারের সঙ্গে থাকা বিভিন্ন প্লাগইনসও এই পদ্ধতিকে বাধাগ্রস্ত করে৷

আমাদের পুরনো পাঠকরা কেউ যদি dw.de ঠিকানায় বাংলা ওয়েবসাইট দেখতে চান, তাহলে পরামর্শ হচ্ছে, আপনি আপনার ব্রাউজারের ‘ক্যাশ' পরিষ্কার করুন এবং পুনরায় সেটি চালু করুন৷ এরপর dw.de ঠিকানায় প্রবেশ করলে আপনি আমাদের বাংলা ওয়েবসাইট দেখার সম্ভাবনা অনেক বেশি থাকবে৷ কিন্তু ব্রাউজারের অন্যান্য সেটিংস না দেখে এক্ষেত্রে পুরোপুরি নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়৷

DW Logo Kundenservice Gewinnspiel
আমাদের বর্তমান যে ঠিকানা, www.dw.de/bengali – এই ঠিকানায় কোনো পরিবর্তন আসেনিছবি: DW

আমরা ফেসবুকে এই বিষয়ে আমাদের পাঠকদের কাছে জানতে চেয়েছিলাম৷ অনেকেই বলেছেন যে, তাঁরা dw.de ঠিকানায় বাংলা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন না৷ তবে ঢাকা থেকে একজন পাঠক নিশ্চিত করেছেন, তিনি এই ঠিকানায় বাংলা ওয়েবসাইট দেখছেন৷ আমাদের কারিগরি বিভাগও জানিয়েছে যে এই সেবা ইতিমধ্যে চালু হয়ে গেছে৷ এবং ক্রমশ সেটার ব্যপ্তি বাড়বে৷ তবে আবারও বলছি, আমরা dw.de/bengali ঠিকানাতে আছি এবং এটাই আমাদের স্থায়ী ঠিকানা৷ ফলে বিভ্রান্ত হওয়ার কিছু নেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য