1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর অ্যামেরিকা

ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার হ্য়ারিস, বাইডেনের সমর্থন

২৩ জুলাই ২০২৪

নির্বাচনি লড়াই থেকে বাইডেন সরে দাঁড়ানোর পর সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণ শুরু করলেন হ্য়ারিস।

https://p.dw.com/p/4ic3A
কমলা হ্য়ারিস
মার্কিন ভাইস প্রেসিডেন্টছবি: Hu Yousong/picture alliance

আনুষ্ঠানিকভাবে এখনো তিনি ডেমোক্র্য়াটদের তরফে মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী নন। জো বাইডেন নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর পর অনেকেই মনে করছেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্য়ারিস প্রেসিডেন্ট পদের জন্য় ডেমোক্র্য়াটদের তরফে লড়বেন। কিন্তু এখনো তা স্পষ্ট হয়নি।

কিন্তু সে দিকে না তাকিয়ে হ্য়ারিস নিজের মতো করে নির্বাচনি প্রচার শুরু করে দিয়েছেন। সোমবার ডেলাভেয়ায় প্রচারে গিয়ে হ্য়ারিস বলেছেন, ক্ষমতায় এলে দুইটি বিষয়ে গুরুত্ব দেবেন তিনি। এক, মধ্যবিত্তের আর্থিক উন্নতি এবং দুই অ্যাবরশন আইনের পরিবর্তন।

এদিকে, ওই সভায় নির্বাচনি সহায়কদের ফোন করেছিলেন জো বাইডেন। তাদের তিনি জানিয়েছেন, কমলা হ্য়ারিসকে সবরকমভাবে সাহায্য় করতে। তিনি চান, কমলা হ্য়ারিসই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হোন।

ডেমোক্র্য়াটদের একটি বড় অংশ কমলা হ্য়ারিসকে সমর্থন করবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। আগামী অগাস্ট মাসে শিকাগোয় ডেমোক্র্য়াটদের নির্বাচনি কনভেনশন। সেখানেই স্থির হবে পরবর্তী ডেমোক্র্য়াট প্রেসিডেন্ট পদপ্রার্থী কে হবেন? বাইডেন এদিন আবার জানিয়েছেন যে, নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে কোনো ভুল নেই।

মঙ্গলবারই হোয়াইট হাউসে ফেরার কথা বাইডেনের। কোভিডে আক্রান্ত হয়ে এর আগে প্রচার বন্ধ রেখে ডেলাভেয়ার বাড়িতে চলে গেছিলেন বাইডেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি এখন সুস্থ। তাই মঙ্গলবার তিনি হোয়াইট হাউসে ফিরে যেতে পারেন।

হ্য়ারিসের সমর্থন

ডেমোক্র্য়াট প্রতিনিধিদের প্রায় দুই হাজার ২১৪ জনের সমর্থন হ্য়ারিসের সঙ্গে আছে বলে মনে করা হচ্ছে। এই প্রতিনিধিরাই হ্য়ারিসকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করবেন। মনে করা হচ্ছে, অগাস্টের আগেই তারা ভারচুয়াল ভোটের মাধ্য়মে হ্য়ারিসের প্রতি সমর্থন জানাবেন।

এদিকে অ্যামেরিকার সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন এএফএল-সিআইও হ্য়ারিসকে সম্পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেছে। অ্যামেরিকার ৬০টি ট্রেড ইউনিয়নকে নিয়ে তৈরি এই মঞ্চ। সব মিলিয়ে প্রায় এক কোটি ২৫ লাখ মানুষ এই ইউনিয়নের অংশ। সোমবার তারা ঘোষণা করেছে, কমলা হ্য়ারিসকে তারা পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সমর্থন করবেন।

এর আগে ডনাল্ড ট্রাম্প বিভিন্ন ইউনিয়নকে রিপাবলিকানদের দিকে নেওয়ার চেষ্টা করছিলেন। রিপাবলিকান কনভেনশনে টিমস্টারের প্রেসিডেন্ট বক্তৃতা করেছিলেন। টিমস্টারে প্রায় এক কোটি ৩০ লাখ মানুষ আছেন। কিন্তু টিমস্টারের প্রেসিডেন্ট শেষপর্যন্ত কাকে সমর্থন করবেন, তা স্পষ্ট করেননি।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

আগামী সপ্তাহে ওয়াশিংটনে আসবেন ইসরা.েলের প্রেসিডেন্ট বেনজামিন নেতানিয়াহু। সেখানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্য়ারিস তার সঙ্গে দেখা করতে পারেন বলে মনে করা হচ্ছে। জো বাইডেনের সঙ্গে আলাদা বৈঠক করবেন নেতানিয়াহু। তার আগে হ্য়ারিসের সঙ্গে তার বৈঠক হতে পারে।

নেতানিয়াহু বুধবার মার্কিন কংগ্রেসে বক্তৃতাও করতে পারেন। তবে হ্য়ারিস সেখানে সভা পরিচালনার কাজ না-ও করতে পারেন বলে সূত্র জানিয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)