1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

১৭ জুলাই ২০২৪

মার্কিন প্রচারমাধ্যম সিএনএন ও এনবিসি মঙ্গলবার জানায়, মার্কিন সিক্রেট সার্ভিস সম্প্রতি ট্রাম্পের নিরাপত্তা বাড়িয়েছিল৷ কারণ, তেহরান ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে বলে একটি সূত্রের কাছ থেকে তারা গোয়েন্দা তথ্য পেয়েছিল৷

https://p.dw.com/p/4iQ4P
কথা বলছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বুধবার বলেন, ইরান ‘ট্রাম্পের বিরুদ্ধে সাম্প্রতিক সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগ শক্তভাবে প্রত্যাখ্যান করছে’ছবি: Rouzbeh Fouladi/ZUMA Press Wire/picture alliance

তবে শনিবার ট্রাম্পের উপর যে হামলা হয়েছে তা তেহরানের ষড়যন্ত্রের অংশ কিনা সেই বিষয়ে ‘কোনো প্রমাণ' পাওয়া যায়নি বলে জানিয়েছে সিএনএন৷

মার্কিন প্রচারমাধ্যমে এমন অভিযোগের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বুধবার বলেন, ইরান ‘ট্রাম্পের বিরুদ্ধে সাম্প্রতিক সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগ শক্তভাবে প্রত্যাখ্যান করছে’৷

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের একজন মুখপাত্র সাবেক প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগকে ‘অসমর্থিত ও বিদ্বেষপরায়ণ’ বলে উল্লেখ করেছেন৷

২০২০ সালে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় রেভুলিউশনারি গার্ডসের কমান্ডার কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল ইরান৷ সেই সময় ট্রাম্প প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ছিলেন বলে হত্যাকাণ্ডের জন্য তাকেই দায়ী করে ইরান৷

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কানানি বলেন, ‘‘জেনারেল সোলাইমানিকে হত্যার অপরাধের সঙ্গে সরাসরি ভূমিকা রাখা ট্রাম্পের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর বিষয়ে ইরান প্রতিশ্রুতিবদ্ধ৷’’

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের মুখপাত্র বলেন, আদালতে অবশ্যই ট্রাম্পের বিচার ও শাস্তি হতে হবে৷

মার্কিন সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র আলোচিত প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স)