1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পের বিরুদ্ধে নারী প্রার্থী জিতবেন কি?

Sanjiv Burman১৫ জানুয়ারি ২০২০

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো নারী জিততে পারবেন না৷ ২০১৮ সালে এক ব্যক্তিগত বৈঠকে ডেমোক্রেটিক নেতা বার্নি স্যান্ডার্স এ কথা বলেছিলেন, দাবি দলের আরেক নেতা এলিজাবেথ ওয়ারেনের৷

https://p.dw.com/p/3WBtI
CNN Demokratische Debatte in Detroit
ছবি: picture-alliance/newscom/E. M. PioRoda

সম্প্রতি সিএনএন চারটি সূত্রের বরাত দিয়ে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে৷ যা অস্বীকার করে স্যান্ডার্স বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের ওই বৈঠকে তিনি এ ধরনের কোনো কথা বলেননি৷

সিএনএনকে তিনি বলেন, ‘‘আমি বলেছিলাম ট্রাম্প একজন বর্ণবাদী, নারীবিদ্বেষী এবং মিথ্যুক৷ নির্বাচনী প্রচারে যে কোনো কিছুকেই তিনি নিজের পক্ষে অস্ত্র বানাবেন৷''

এদিকে স্যান্ডার্স অস্বীকার করলেও সোমবার ওয়ারেন সিএনএনের প্রতিবেদনটি সঠিক বলে নিশ্চিত করেন৷ বলেন, ২০২০ সালের নির্বাচন নিয়ে তারা প্রায় দুই ঘণ্টা আলাপ করেছিলেন৷

‘‘এক পর্যায়ে ডনাল্ড ট্রাম্পের বিপক্ষে ডেমোক্রেটিক পার্টি থেকে নারী প্রার্থীবাছাই করা হলে কি হবে তা নিয়ে কথা বলার সময় আমি বলেছিলাম, একজন নারী জিততে পারবেন; তিনি তাতে দ্বিমত প্রকাশ করেন৷''

স্যান্ডার্স ও ওয়ারেনের মধ্যে এই বিরোধ ফেব্রুয়ারির শুরুতে ডেমোক্রেটিকদের প্রথম প্রাইমারিতে নতুন উত্তেজনা যোগ করবে৷ ওয়ারেনের সোমবারের বিবৃতির পর স্যান্ডার্স  শিবির থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি৷

২০১৬ সালেও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনের টিকেট পেতে লড়াইয়ে নেমেছিলেন স্যান্ডার্স৷ সেবার হিলারি ক্লিনটনেরকাছে হেরে যান তিনি৷ ম্যাসাচুসেটসের সিনেটর ওয়ারেন হার্ভার্ডের সাবেক অধ্যাপক৷ ৭০ বছরের এই নারী এবার ডেমোক্রেটিক প্রার্থীদের দৌড়ে এগিয়ে৷

এসএনএল/কেএম

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য