1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

২ ফেব্রুয়ারি ২০২২

ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের সামনে সারারাত বিক্ষোভ করে শিক্ষার্থীরা৷ সে সময় তারা পাঁচটি ট্রাকে আগুন লাগানোর পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়৷

https://p.dw.com/p/46OnV
ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, শিক্ষার্থীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে প্রত্যাহার করার মৌখিক প্রতিশ্রুতি দেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার৷ বিডিনিউজকে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘‘উপাচার্য প্রক্টরিয়াল বডিকে প্রত্যাহারের মৌখিক ঘোষণা দিয়েছেন৷ শিক্ষার্থীদের আরও দাবি আছে, সেগুলো নিয়ে আজ আলোচনা হবে৷ দাপ্তরিক বিষয়গুলো আজ কোনো এক সময় চূড়ান্ত করা হবে৷’’ 

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শহীদ হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন ভবনের পাথরবাহী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থীকে চাপা দেয়৷    

এতে ঘটনাস্থলে মারা যান চারুকলা অনুষদের শেষবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক মাহমুদ হাবিব হিমেল৷  একই বর্ষের শিক্ষার্থী রায়হান রিমেলকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ হিমেলের লাশটি প্রায় দেড় ঘণ্টা দুর্ঘটনাস্থলেই পড়ে ছিল৷ রাত পৌনে ১১টায় লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়৷

সহস্রাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থী দুর্ঘটনাস্থলে এসে জড়ো হয়ে নির্মাণসামগ্রী বহনের পাঁচটি ট্রাকে তারা আগুন দেয়৷ এবং নির্মাণাধীন ভবনে ভাঙচুর করা ছাড়াও দুটি কক্ষে আগুন দেয়৷ শিক্ষার্থীদের বাধায় পুলিশ ও ফায়ার ব্রিগেডের গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে ফিরে যায়৷

শিক্ষার্থীদের একটি অংশ রাতে প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে৷ পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে৷ রাতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে উপাচার্যের বাসভবনের সামনে যান রাজশাহীর মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়েরুজ্জামান লিটন৷

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার রাজশাহী মেডিকেল থেকে গভীর রাতে বাসায় ফেরেন৷ তার বাসভবনের সামনে তার কাছে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির অপসারণসহ নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ, নিহতের বোনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া, ঠিকাদার প্রতিষ্ঠান পাল্টানো এবং ঘটনার সুষ্ঠু তদন্তের লিখিত দাবি জানান৷

উপাচার্য প্রক্টরিয়াল বডিকে অপসারণের মৌখিক আশ্বাস দিয়ে বলেন, বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে হিমেলের জানাজা শেষে মরদেহ নাটোরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর ক্যাম্পাসে ফিরে অন্যান্য দাবি নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসবেন৷  দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকচালক গ্রেপ্তার না হওয়া পর্যন্ত হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন অ্যাকাডেমিক ভবনের কাজ বন্ধ রাখার ঘোষণা দেন উপাচার্য৷

শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান