1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলো শোয়েব

২২ মে ২০০৯

রাউলপিন্ডি এক্সপ্রেস নামে খ্যাত পাকিস্তানের অন্যতম ফাস্ট বোলার শোয়েব আখতারের শেষ পর্যন্ত টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না৷ তাঁর বদলে এবার মাঠে নামবেন রাও ইফতিকার৷

https://p.dw.com/p/HvVM
শোয়েব আখতারছবি: AP

গত প্রায় দু-সপ্তাহ ধরে কোন নেট প্র্যাকটিস করেন নি শোয়েব৷ বিশ্বকাপ দলে নাম থাকলেও, ত্বকের অসুখে আক্রান্ত হয়ে আপাতত খেলা মোটামুটি বন্ধ ৩৩ বছর বয়সী এই পেস বোলারের৷ পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি-র একজন মুখপাত্র বৃহস্পতিবার জানান যে, এই অসুস্থতার জন্যই আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে পারবেন না আখতার৷

পিসিবি-র ঐ মুখপাত্রের কথা, মেডিকেল বোর্ড শোয়েবকে পরীক্ষা করে দেখেছে এবং তাঁকে ১০ থেকে ১২ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে৷ উল্লেখ্য, অসুস্থতার কারণে ২০০৭-এর ডিসেম্বর মাসের পর থেকে শোয়েব আখতার মাত্র ছয়টি আন্তর্জাতিক ওয়ান ডে এবং একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন৷ এমনকি, সম্প্রতি ইসলামাবাদের কাছে ভুরবানের শৈলাবাসে এক সপ্তাহব্যাপী যে প্রশিক্ষণ ক্যাম্প হয়েছিল, তাতেও অংশ নেন নি শোয়েব৷

এদিকে, রাউলপিন্ডি এক্সপ্রেস-এর বদলি হিসেবে ইতিমধ্যেই নতুন একজন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-এর নির্বাচকরা৷ শোনা যাচ্ছে, আরেক ফাস্ট বোলার রাও ইফতিখার-কেই শোয়েব আখতারের বদলে নিতে চলেছে পিসিবি৷ প্রসঙ্গত, আগামী ৭-ই জুন ইংল্যান্ডে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে৷

প্রতিবেদক: দেবারতি গুহ, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক