1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন দল

মার্ক হেলেম/এআই৫ জানুয়ারি ২০১৩

বুন্ডেসলিগার চলতি মৌসুম শেষে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব টোটেনহামে যোগ দিচ্ছেন লুইস হল্টবি৷ ইতিমধ্যে ক্লাবটি নিশ্চিত করেছে এই তথ্য৷ এদিকে, বায়ার্ন মিউনিখ দলে ভেড়াচ্ছে আরেক তরুণকে, নাম ইয়ান ক্রিসহফ৷

https://p.dw.com/p/17EV2
ছবি: dapd

টোটেনহাম হটসপো শুক্রবার এক বিবৃতিতে জানায়, শালকে থেকে বিদায় নেওয়ার অপেক্ষায় থাকা ফুটবলার লুইস হল্টবিকে দলে ভেড়ানোর দৌঁড়ে বিজয় অর্জন করেছে তারা৷ উত্তর লন্ডনের এই ক্লাবটি তাদের ওয়েবসাইটে জানায়, জার্মানির অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক লুইস হল্টবির সঙ্গে সমঝোতায় পৌঁছেছি আমরা৷ বুন্ডেসলিগা ক্লাব শালকে ছেড়ে আগামী জুলাই নাগাদ আমাদের সঙ্গে যোগ দিতে পারেন তিনি৷

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে হল্টবির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ভেস্তে যাওয়ার কথা জানায় শালকে৷ আগামী গ্রীষ্ম কিংবা তারও আগে শালকে ছেড়ে চলে যেতে পারেন তিনি, এমন ইঙ্গিতও প্রদান করে ক্লাবটি৷ হল্টবি'র শালকে ত্যাগের কারণ নিয়ে অবশ্য গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবর শোনা যাচ্ছে৷ কেউ কেউ মনে করছেন, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার বাসনার কারণেই জার্মান ক্লাব ছাড়ছেন তিনি৷ আবার অনেকের মন্তব্য হচ্ছে, বেতন নিয়ে বনিবনা না হওয়ায় বর্তমান ক্লাব ত্যাগের পরিকল্পনা গ্রহণ করেছেন হল্টবি৷

অনূর্ধ্ব-২১ দলের জার্মান অধিনায়ককে দলে পেতে অবশ্য কোনো ট্রান্সফার ফি দিতে হচ্ছেনা টোটেনহামকে৷ কেননা, চলতি মৌসুম শেষ হওয়ার পরেই চলে যাচ্ছেন তিনি৷ ফলে ট্রান্সফার ফি গ্রহণের কোনো সুযোগ নেই শালকের৷

Fussball 1. Bundesliga 15. Spieltag Eintracht Frankfurt - 1. FSV Mainz 05
ইয়ান ক্রিসহফ যোগ দিচ্ছেন বায়ার্নেছবি: dapd

জুলাইতে মিউনিখে ক্রিসহফ

বায়ার্ন মিউনিখ শুক্রবার ঘোষণা দিয়েছে, মাইনৎসের মধ্যমাঠের রক্ষণাত্মক খেলোয়াড় ইয়ান ক্রিসহফকে দলে ভেড়াচ্ছে ক্লাবটি৷ আপাতদৃষ্টিতে কোনো রকম ট্রান্সফার ফি ছাড়াই আগামী গ্রীষ্মে বায়ার্নে যোগ দিতে পারেন ২২ বছর বয়সি এই ফুটবলার৷ ফুটবল ম্যাগাজিন কিকার অবশ্য জানিয়েছে, ক্রিসহফের মাইৎস ত্যাগের বিষয়টি আগেভাগে ফয়সালা হলে তাঁর মার্কেট ভেল্যুর সামান্য কিছু অংশ পেতে পারে ক্লাবটি৷

বায়ার্নের স্পোর্ট ডিরেক্টর মাথিয়াস সামার কিন্তু ক্রিসহফকে দলে ভেড়াতে পেরে বেশ খুশি৷ তিনি এই তরুণ খেলোয়াড়কে আখ্যা দিয়েছেন, ‘কাঁচা হীরা' হিসেবে, যার রয়েছে ফুটবলে খুবই ভালো দক্ষতা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য