1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট মহিমা

২৯ এপ্রিল ২০১২

অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত এক বছর বেশ ভালোভাবেই দলকে টেনে নিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মাইকেল ক্লার্ক৷ এর পাশাপাশি তাঁর নিজের পারফরমেন্সও বেশ নজরকাড়া৷

https://p.dw.com/p/14miS
ছবি: picture-alliance/John Gollings/Arcaid

সাবেক অধিনায়ক রিকি পন্টিং এর কাছ থেকে টেস্ট দলের অধিনায়কত্ব পাবার পর থেকে এখন পর্যন্ত নয়টি টেস্ট জিতেছেন মাইকেল ক্লার্ক৷ ড্র হয়েছে তিনটিতে আর হেরেছেন মাত্র দুটিতে৷ সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ তে সিরিজ জিতলো তার দল৷ অর্থাৎ অসি দলের পারফরমেন্স বেশ ধারাবাহিক বলতে হবে৷ এর মধ্যে হোম গ্রাউন্ডে ভারতকে ৪-০তে ধবল ধোলাই করার সিরিজটিও গত এক বছরে অসি দলের অন্যতম সাফল্য৷ সেই সিরিজে অধিনায়ক ক্লার্কের পারফরমেন্স ছিলো দলের সাফল্যের অন্যতম চাবিকাঠি৷ টেস্ট প্রতি ১২৫ গড়ে সর্বমোট ৬২৬ রান এসেছিলো তাঁর উইলো থেকে৷ সেই সিরিজে একটি ট্রিপল এবং একটি ডাবল সেঞ্চুরি হাঁকান ডান হাতি ব্যাটসম্যান ক্লার্ক৷ স্যার ডন ব্র্যাডম্যান এবং ওয়্যালি হ্যামন্ডের পর তিনিই হলে প্রথম অসি ব্যাটসম্যান যিনি এক সিরিজেই ট্রিপল এবং ডাবল সেঞ্চুরি করেন৷

Micheal Clarke
মাইকেল ক্লার্কছবি: AP

তবে এই সাফল্যের মধ্যে পতনেরও দেখা পায় অসি দল৷ গত বছর কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৪৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া৷ অবশ্য পরের টেস্টে জিতে সিরিজ পরাজয় এড়াতে সক্ষম হয় তারা৷ অন্যদিকে হোবার্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে টেস্ট ম্যাচে হেরে বসে ক্লার্ক ও পন্টিংরা৷ সেসব কথা মনে রেখেই নিজেকে সাফল্যের জোয়ারে ভাসিয়ে দিতে নারাজ মাইকেল ক্লার্ক৷ তিনি বলেন, ‘‘কেপটাউনে আমরা দেখেছি কীভাবে পরিস্থিতি শোচনীয় হয়ে উঠতে পারে৷ ওই সিরিজটি ড্র করতে পারা আমাদের জন্য একটা বড় রকমের ঘুরে দাঁড়ানো ছিলো৷ আমরা কেপটাউন ও হোবার্ট থেকে বড় রকমের শিক্ষা পেয়েছি৷'' নিজের পারফরমেন্সের পাশাপাশি পন্টিং ও হাসির মত সিনিয়রদের কাছ থেকেও সব ধরণের সহায়তা পাওয়ার কথা বলতে ভোলেননি মাইকেল ক্লার্ক৷ এছাড়া টেস্টে এক নম্বর দল হওয়ার অর্জন থেকে তারা এখনও দূরে রয়েছেন, সেটিও মনে করিয়ে দিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান৷ উল্লেখ্য, টেস্টে এখন অসিরা ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পরেই৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এএফপি)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য