টেনেহিঁচড়ে যাত্রী নামানো!
২৯ সেপ্টেম্বর ২০১৭মঙ্গলবার বাল্টিমোর থেকে লসএঞ্জেলেসে যাচ্ছিলেন এক যাত্রী৷ ফ্লাইটে অনেকেরই পোষা প্রাণী ছিল৷ আর প্রাণীতেই তাঁর মারাত্মক অ্যালার্জির সমস্যা৷ ফ্লাইট কর্মকর্তাদের সেটি জানালে তাঁরা উল্টো বলেন, এমন কোনো মেডিকেল সার্টিফিকেট তো তিনি আগে দেননি৷ কাজেই তাঁকে প্লেন ছাড়তে হবে৷
এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে আইন প্রয়োগকারী সংস্থাকে ডাকা হয়৷
ভিডিওটিতে দেখা যায়, আইন শৃংখলাবাহিনীর কযেকজন সদস্য সেই নারীকে রীতিমতো টেনেহিঁটড়ে সিট থেকে তুলে বের করে আনছেন৷ এ সময় বার বার তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমাকে স্পর্শ করবে না৷ আমি হেঁটে যেতে পারব৷’’
তারপরও তাঁকে টানতে থাকে পুলিশ সদস্যরা৷ তাঁকে না ছেড়েই ব্যঙ্গ করে পাল্টা বলে, ‘‘ঠিক আছে, তাহলে হাঁটো৷’’
এক পর্যায়ে সেই যাত্রী চিৎকার করে বলেন, ‘‘আমি একজন প্রফেসর, কী করছো আমার সাথে!’’
এই ঘটনার জন্য পরে ক্ষমা চেয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইন৷ কর্তৃপক্ষ বলেছে, ‘‘স্থানীয় আইন শৃংখলাবাহিনীর সদস্যরা ওই যাত্রীকে টেনে নামিয়েছে৷ এই ঘটনায় আমরা ভীষণভাবে মর্মাহত হয়েছি৷ আমরা এর জন্য ক্ষমাপ্রার্থী্৷ আমরা সরাসরি সেই প্রফেসরের সঙ্গেও যোগাযোগ করব৷’’
এই ঘটনায় ফ্লাইট থেকে হিংস্রভাবে নামানোর আরও কিছু উদাহরণ মনে পড়ে যায়৷ এপ্রিলে ইউনাইটেড এয়ারলাইন্স থেকে এক যাত্রীকে নামানোর সময় তো তার মুখ রক্তাক্ত অবস্থায় ছিল৷ পরের মাসেই ডেল্টার এক ফ্লাইটে ক্যালিফোর্নিয়ার এক পরিবারকে সিট ছাড়তে রীতিমতো বুট দিয়ে আঘাত করা হয়৷
এএম/এসি