1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাজ্য

টিভি উপস্থাপক মাইকেল মোসলির মৃতদেহ গ্রিসে উদ্ধার

১০ জুন ২০২৪

নিখোঁজ হওয়ার চারদিন পর রোববার (৯ জুন) গ্রিক দ্বীপ সিমিতে ব্রিটিশ টিভি উপস্থাপক মাইকেল মোসলির মৃতদেহ পাওয়া গেছে৷

https://p.dw.com/p/4grj2
মাইকেল মোসলি (ফাইল ফটো)
অবশেষে উদ্ধার হলো মাইকেল মোসলির মৃতদেহছবি: Brook Mitchell/Getty Images

স্থানীয় কর্তৃপক্ষ নিখোঁজ ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক মাইকেল মোসলির মৃতদেহ খুঁজে পেয়েছে বলে জানিয়েছে৷ ২০ জনের বেশি উদ্ধারকারীদলের সদস্য এ অভিযানে অংশ নিয়েছিল৷ 

এখন পর্যন্ত যা জানা গেছে

দক্ষিণ আজিয়ান অঞ্চলের পুলিশ প্রধান পেট্রোস ভাসিলাকিস জানান, ‘‘নৌকায় থাকা লোকেরা উপকূলের কাছাকাছি একটি মৃতদেহ দেখতে পায়৷''

বুধবার (৫ জুন) ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রায় উপকূলীয় পথ ধরে একা হাঁটতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ৬৭ বছর বয়সি মাইকেল মোসলি৷ মোসলি বাড়ি ফিরে না আসায় তার স্ত্রী ক্লেয়ার বেইলি পুলিশকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানান৷  

গ্রিসের সরকারি টেলিভিশন চ্যানেল ই আর টি জানিয়েছে, সিমির ডেপুটি মেয়র উদ্ধারকৃত দেহটি ছিল ৬৭ বছর বয়সী মোসলির বলে নিশ্চিত করেছে৷

সংবাদ সংস্থা রয়টার্সকে নিকিতাস গ্রিলিস বলেন, ‘‘এটা অবশ্যই মোসলি৷ দ্বীপের মেয়র ও একজন ই আর টি প্রতিনিধি আজিয়া মেরিনা এলাকার ছবি তোলার সময় মৃত দেহটি৷''

সাংবাদিক মোসলি যুক্তরাজ্যের টেলিভিশন শো ‘দ্য ওয়ান শো', ‘দিস মর্নিং' এর পাশপাশি অনেক তথ্যচিত্রও পরিচালনা করেছেন৷ যুক্তরাজ্যের বাইরে, তিনি ডায়েট ও নিউট্রিশান বিষয়ক বইগুলোর জন্য বেশি পরিচিত৷

এসএইচ/কেএম (রয়টার্স)