1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিকা নিলে আর মাস্ক নয় অ্যামেরিকায়

১৪ মে ২০২১

টিক নেয়া সম্পূর্ণ হলে আর মাস্ক পরার দরকার নেই। অ্যামেরিকায় নতুন নিয়ম চালু।

https://p.dw.com/p/3tMhi
দুই ডোজ টিকা নিলে মাস্ক পরার দরকার নেই। বাইজেন সাংবদিক সম্মেলন করেছেন মাস্ক ছাড়া।ছবি: Kevin Lamarque/Reuters

কিছুদিন আগেও করোনার প্রকোপে কাঁপছিল অ্যামেরিকা। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর মাস্ক পরা বাধ্যতামূলক করেছিলেন বাইডেন। এখন সেই অ্যামেরিকার সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন(সিডিসি) বৃহস্পতিবার জানিয়ে দিলো, ভ্যাকসিন নেয়া শেষ হলে আর মাস্ক পরার দরকার নেই। ভিড়ের মধ্যেও তাদের মাস্ক পরতে হবে না।

এরপরই মাস্ক ছাড়া প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিক সম্মেলন করেন। বাইডেন জানিয়েছেন, ''করোনার বিরুদ্ধে লড়াইয়ে অ্যামেরিকার জন্য একটা মহান দিন। আপনাদের জন্যই এটা সম্ভব হয়েছে। যখন দেশ আপনাদের ভ্যাকসিন নেয়ার জন্য বলেছিল, আপনারা তা নিয়েছিলেন।'' তার আবেদন, ''যারা এখনো দুই ডোজ টিকা নেননি, তারা যেন মাস্ক পরে থাকেন।''

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ''আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তবে যতক্ষণ পর্যন্ত ফিনিশ লাইনে পৌঁছতে না পারছি, ততদিন পর্যন্ত নিজেকে সুরক্ষিত রাখুন।''

সিডিসি কী বলেছেো

সিডিসি-র ডিরেক্টর জেনারেল বলেছেন, ভ্যাকসিন পুরোপুরি নেয়া হয়ে গেলে ঘরের ভিতরে বা বাইরে মাস্ক পরার দরকার নেই। মাস্ক না পরে, সামাজিক দূরত্ব না মেনে মানুষ এখন থেকে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে পারবেন। তবে বদ্ধ জায়গায় বিশেষ করে প্লেন, বাস, মেট্রোতে মাস্ক পরতে হবে। আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যান্সারের রোগী অথবা কোনো অঙ্গ প্রতিস্থাপন করেছেন, তাদের আগে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে, তারপর তারা মাস্ক ছাড়া ঘুরতে পারবেন।

কত মানুষ টিকা পেয়েছেন

অ্যামেরিকায় ১১ কোটি ৭০ লাখ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। ১৫ কোটি ৪০ লাখ মানুষ এক ডোজ টিকা নিয়েছেন। অ্যামেরিকায় এখন করোনায় মৃতের সংখ্যা ২০২০ সালের এপ্রিলের থেকেও কম। সংক্রমণও কমেছে।

সিডিসি-র দাবি, ভ্যাকসিন কাজ করছে। ভাইরাসের সব প্রজাতির বিরুদ্ধে কাজ করছে। আর তাদের তথ্য বলছে, টিকা নেয়া মানুষের থেকে করোনা ছড়াচ্ছে না। তারা বিজ্ঞানকে অনুসরণ করছেন এবং টিকা নেয়া সম্পূর্ণ হলে মাস্ক না পরার কথা বলেছেন।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স)