1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিকা নিতে নিবন্ধন করেছেন খালেদা জিয়া 

১৩ জুলাই ২০২১

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া করোনা ভাইরাসের টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন৷ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন  এ তথ্য জানান৷

https://p.dw.com/p/3wPUc
ফাইল ছবিছবি: bdnews24.com

খালেদা জিয়া হৃদরোগ, কিডনি ও ফুসফুসের নানা জটিলতা নিয়ে আগের মতোই আছেন জানিয়ে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অধ্যাপক জাহিদ বলেন, "উনি কোথাও গেলে ব্যাপক জনসমাবেশ ঘটে৷ তাই তাকে টিকা বাসায় দেয়া যায় কিনা সে বিষয়টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় নেয়া উচিত বলে আমি মনে করি৷''

৮ জুলাই সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে তার নিবন্ধন হয়েছে৷ বেগম জিয়া নিবন্ধনে মহাখালী ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালকে বেছে নিয়েছেন৷ খালেদা জিয়া কোন টিকা নেবেন জানতে চাইলে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, "ফাইজারের টিকা শেষ হয়ে গেছে৷ এখন মর্ডানা আছে, দেখা যাক... ৷''

৭৬ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী গত ১৪ এপ্রিল কোভিডে আক্রান্ত হন৷ জটিলতার কারণে দীর্ঘ ৫৩ দিন এভারকেয়ার হাসপাতালে থাকার পর ১৯ জুন তিনি গুলশানের বাসা ফিরোজায় ফেরেন৷

সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়৷ মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য