টি-টোয়েন্টি বিশ্বকাপে গেইল ও আফ্রিদির যত রেকর্ড
ইংল্যান্ডকে একাই উড়িয়ে দিলেন ক্রিস গেইল৷ তার আগে শহীদ আফ্রিদির ঝড়ও দেখেছে ইডেনের দর্শক৷ তাঁরা ভালো খেললে সব প্রতিপক্ষেরই সর্বনাশ৷ টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কিছু রেকর্ড আছে দু’জনের৷ চলুন দেখে নেয়া যাক৷
সবচেয়ে বেশি ছক্কা
২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ক্রিস গেইল৷ গত ১৬ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ৪৮ বলে অপরাজিত ১০০ রান করার পথে ১১টি ছক্কা মেরেছেন তিনি৷ তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর মোট ছক্কা হয়ে গেছে ৬০টি৷ গেইলের পরেই আছেন ভারতের যুবরাজ সিং৷ তাঁর ছক্কা গেইলের প্রায় অর্ধেক, ৩১টি৷
‘দ্রুততম’ আফ্রিদি
টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত ১২৫টি বল খেলেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে স্ট্রাইকরেটে সবচেয়ে এগিয়ে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহিদ আফ্রিদি৷ ২০০৭ থেকে এ আসর (১৭.০৩.২০১৬) পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৩১টি ম্যাচ খেলে ৫০৫ রান করেছেন তিনি৷ স্ট্রাইকরেট ১৫৫ দশমিক ৮৬!
সবচেয়ে বেশি ফিফটি
টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ফিফটি বা তার চেয়ে বড় ইনিংস খেলার রেকর্ডেও সবার ওপরে ক্রিস গেইল৷ তাঁর পঞ্চাশ বা পঞ্চাশ পেরোনো ইনিংস আছে ন’টি৷ এমন সাতটি ইনিংস খেলে তাঁর পরেই আছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো শ্রীলঙ্কান ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে৷ যাঁরা এখনো খেলছেন তাঁদের মধ্যে শুধু ভারতের রোহিত শর্মাই আছেন কাছাকাছি৷ তাঁর পঞ্চাশ বা পঞ্চাশোর্ধ ইনিংস আছে সাতটি৷
এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা
এই রেকর্ডটিও ক্রিস গেইলের৷ রেকর্ডটি এ পর্যন্ত দু’বার নিজের নামে লিখিয়েছেন গেইল৷ ফলে প্রথম আর দ্বিতীয় স্থানে শুধু তাঁরই নাম৷ ২০০৫ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৭ বলে ১১৭ রান করতে ১০টি ছক্কা মেরেছিলেন ক্যারিবীয় এই বাঁ হাতি ব্যাটসম্যান৷ গত ১৬ মার্চ ইংল্যান্ডকে উড়িয়েছেন ১১টি ছক্কা হাঁকিয়ে৷ ফলে ইলের আগের রেকর্ড গেইলের কাছেই ম্লান৷
আরেক আফ্রিদি
শহিদ আফ্রিদি ক্রিজে যতক্ষণ থাকেন, মাতিয়ে রাখেন সমর্থকদের৷ স্কোরবোর্ডে ওঠে ঝড়৷ তবে সমর্থকদের একেবারে উল্টো অভিজ্ঞতাও হয়৷ অনেক সময় এমনও হয়, আফ্রিদি ক্রিজে এলেন এবং গেলেন৷ তাঁর নামের পাশে তখনো শুন্য৷ টি-টিয়োন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি শুন্যের রেকর্ডটিও কিন্তু আফ্রিদির৷ এ আসরে মোট পাঁচবার কোনো রান না করে আউট হয়েছেন শহীদ আফ্রিদি৷ শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানও এ দুর্ভাগ্য বরণ করেছেন পাঁচবার৷