1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টানা ৩৬ ঘন্টার হরতাল শুরু আজ থেকে

১২ জুন ২০১১

সকাল ৬টা থেকে বিরোধী দলগুলোর ডাকা টানা ৩৬ ঘন্টার হরতাল শুরু হয়েছে৷ বিএনপি বলেছে, হরতালে বাধা আসলে আরও কঠোর কর্মসুচি দেয়া হবে৷ আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন শান্তি- শৃংখলার অবনতি ঘটানো হলে ব্যবস্থা নেবে পুলিশ৷

https://p.dw.com/p/11Ypo
বিএনপি-র আন্দোলনের ফাইল ছবিছবি: AP

এক সপ্তাহের মাথায় এটি দ্বিতীয় দফা হরতাল৷ আর এই সরকারের আমলে বিরোধী দলের ডাকা টানা ৩৬ ঘন্টার হরতাল এই প্রথম৷ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারসহ আরো কিছু দাবিতে এই হরতাল ডাকা হয়েছে৷ প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের পায়ের তলার মাটি সরে যাওয়ায় বেসামাল আচরণ শুরু করেছে৷ বিরোধী নেতা-কর্মীদের গণহারে গ্রেফতারের অভিযোগ তুলে তিনি বলেন, তাদের এই হরতাল কর্মসূচিতে বাধা দেয়া হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে৷

এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন শান্তিপূর্ণ হরতালের নামে মানুষের জানমালের ক্ষতি সরকার মেনে নেবে না৷ বিরোধী দল ইতিমধ্যেই নাশকতামূলক কাজ শুরু করেছে৷ তিনি বলেন, দেশের শান্তি-শৃংখলা রক্ষা এবং মানুষের জান-মালের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব৷

পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেছেন, হরতালে সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করছে৷ পুলিশ শান্তি-শৃংখলা বিরোধী যে কোন কাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে৷

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে হরতাল সমর্থক পিকেটাররা৷ আর তাদের ঠেকাতে রাজধানী জুড়ে অবস্থান নিয়েছে বিপূল সংখ্যক পুলিশ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম