দুর্নীতিভারত
ঝাড়খণ্ডে ইডি-র অভিযানে উদ্ধার ২৫ কোটি টাকা
৬ মে ২০২৪বিজ্ঞাপন
গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগির আমিনের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেখান থেকে ২৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছেবলে দাবি করা হয়েছে।
ইডি জানিয়েছে, গ্রামোন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র রামের আর্থিক তছরুপ মামলায় সঞ্জীব জড়িত ছিল বলে তারা জানতে পেরেছে। সোমবার সকালে সেই সূত্র ধরেই তল্লাশি করেন ইডির আধিকারিকেরা।
বীরেন্দ্র গত এক বছরের বেশি সময় ধরে জেলে বন্দি। সঞ্জীবের সঙ্গে বেশ কয়েকজন মন্ত্রীর আর্থিক লেনদেন থাকতে পারে বলে মনে করছে ইডি।
সোমবার সকালে রাঁচির মোট নয়টি জায়গায় ইডি-র অভিযান চলে।
বিজেপি মুখপাত্র প্রতুল সচদেব বলেছেন, ''এই অর্থ নির্বাচনে খরচ করার জন্য নিশচয়ই রাখা হয়েছিল। নির্বাচন কমিশন এখনই ব্যবস্থা নিক।''
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)