1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জয়শঙ্কর-ব্লিংকেন আলোচনায় ক্যানাডা প্রসঙ্গ উঠলো?

২৯ সেপ্টেম্বর ২০২৩

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

https://p.dw.com/p/4WwKi
ওয়াশিংটনে ২০২২ সালে সাংবাদিক সম্মেলনে ব্লিংকেন ও জয়শঙ্কর।
জয়শঙ্কর ও ব্লিংকেন কেউই ক্যানাডা প্রসঙ্গে একটা কথাও বলেননি। ছবি: Saul Loeb/Poo/AP/picture alliance

সম্প্রতি খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকে কেন্দ্র করে ভারত ও ক্যানাডার সম্পর্ক খুবই খারাপ হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এই বৈঠক বাড়তি গুরুত্ব পেয়েছে। তবে ক্যানাডা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে কি না, হলে কী আলোচনা হয়েছে তা ব্লিংকেন বা জয়শঙ্কর কিছু জানাননি।

তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু নিজেদের কথা বলেছেন মাত্র। কোনো প্রশ্ন নেননি। সাংবাদিকরা ক্যানাডা নিয়ে প্রশ্ন করলেও ব্লিংকেন কোনো জবাব দেননি।

জয়শঙ্কর বলেছেন, ''আবার অ্য়ামেরিকা আসতে পেরে খুশি। ভারতের প্রধানমন্ত্রী মোদীও কিছুদিন আগে এসেছিলেন। অ্যামেরিকা যেভাবে জি২০ বৈঠকে আমাদের সাহায্য করেছে, তাতে আমরা খুবই আনন্দিত।''

ব্লিংকেন জানিয়েছেন, ''জি২০, জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে ভারতের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে।''

বৈঠকের পর এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর বলেছেন, ''আমার বন্ধু ব্লিংকেনের সঙ্গে বৈঠক করে খুবই ভালো লাগছে। প্রচুর বিষয় নিয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী জুন মাসে যে মার্কিন সফর করেছিলেন, তার ফলো আপ হয়েছে। তাছাড়া বিশ্বে এখন যে ঘটনা ঘটছে, তা নিয়েও আমরা মতবিনিময় করেছি। আর আসন্ন টু প্লাস টু বৈঠক নিয়েও কথা হয়েছে।''

টু প্লাস টু ভারত ও অ্যামেরিকার পররাষ্ট্র ও প্রতিরক্ষা পর্যায়ের বৈঠক। দিল্লিতে এবার এই বৈঠক হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও বলেছেন, ''এই বৈঠকে প্রতিরক্ষা, মহাকাশ, ক্লিন এনার্জির মতো বিষয়গুলি নিয়ে কথা হবে।''

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)