1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রীষ্মকালীন অলিম্পিক

১০ মে ২০১২

জুলাই মাসের ২৭ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক৷ আজ আনুষ্ঠানিকভাবে সেই অলিম্পিকের টর্চ জ্বালানো হল৷ সাতদিন ধরে এই মশাল ঘুরবে গ্রিসে, এরপর পাড়ি দেবে লন্ডনের উদ্দেশ্যে৷

https://p.dw.com/p/14skm
ছবি: Reuters

আজ পুরনো ঐতিহ্য এবং রীতি-নীতি অনুসরণ করে গ্রিসের পেলোপোনেজ শহরে জ্বালানো হলো টর্চ৷ আড়াই হাজারেরও বেশি বছরের পুরনো মন্দির ‘টেম্পল অব হেরা'-র সামনে প্রচলিত পোশাক পড়ে প্রথমে সূর্য দেবতা অ্যাপোলো'র প্রতি সম্মান প্রদর্শন করে জ্বালানো হয় মশাল৷ মশাল জ্বালানোর আগে বেশ কিছুক্ষণ ধরে চলে নাচ৷ পাদ্রীর ভূমিকায় অভিনয় করেন গ্রিসের জনপ্রিয় অভিনেত্রী ইনো মেনেগাকি৷ এরপর কিছুক্ষণ ধরে চলে নাচ, তারপর ধীরে ধীরে জ্বালানো হয় টর্চটি৷ খোলা আকাশের নীচে, উজ্জ্বল সকালে, স্নিগ্ধ বাতাসে আয়োজন করা হয় পুরো অনুষ্ঠানের৷ অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জ্যাক রোগও উপস্থিত ছিলেন সেখানে৷

Griechenland Olympisches Feuer entzündet in Olympia
এবার লন্ডনের দিকে যাত্রাছবি: Reuters

মশালটি গ্রিসের বিভিন্ন শহরে ঘুরবে সাতদিন ধরে৷ এরপর ১৮ তারিখে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হবে মশাল৷ অলিম্পিক গেম্স'এর প্রধান সেনাস্টিয়ান কো বলেন, ‘‘আমরা প্রতিজ্ঞা করছি মশালটি আমরা রক্ষ করবো৷ যে ধরণের ঐতিহ্য নিয়ে অলিম্পিক মাশাল জ্বালানো হয়, তাতে আমরা গর্বিত৷ এই ঐতিহ্য প্রতিটি প্রজন্মকে অলিম্পিকের প্রতি আকৃষ্ট করবে৷''

প্রথমে মসাল নিয়ে গ্রিসের রাস্তায় নামবেন লিভারপুলে জন্ম গ্রিক সাতারু স্পাইরোস জিয়ানিওটিস৷ ২০১১ সালে দশ কিলোমিটার ওপেন ওয়াটার ইভেন্টে তিনি গোল্ড মেডেল জিতেছেন৷ হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন৷ এরপর মশাল তুলে দেয়া হবে আরেক গ্রিক বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ১৯ বছর বয়স্ক আলেকজান্ডার লুকোসের হাতে৷

সেবাস্টিয়ান কো জানান, ‘‘আমরা তরুণ প্রজন্মকে অলিম্পিক গেম্স'এ উৎসাহিত করতে চাইছি, তাদের অংশগ্রহণকে ত্বরান্বিত করতে চাইছি৷ আমরা চাইছি বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের মানুষ এক হোক এই উৎসবে৷ লন্ডনে পৃথিবীর প্রায় প্রতিটি দেশের মানুষ দেখা যায়৷ লন্ডন হচ্ছে ‘গ্লোবাল ডেস্টিনেশন'৷ আমরা সেটাই তুলে ধরতে চাই৷''

লন্ডনে দ্বিতীয়বারের মতো অলিম্পিক অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ এর আগে ১৯৪৮ সালে লন্ডনে প্রথমবারের মতো অলিম্পিক গেম্স অনুষ্ঠিত হয়েছিল৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার (রয়টার্স, এএফপি)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য