1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জুয়াড়িদের বিশ্বাস, জার্মানি বিশ্বকাপ জয় করবে

২৯ জুন ২০১১

লন্ডন-ভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় জুয়া খেলার ওয়েবসাইট ‘বেটফেয়ার’এ প্রমীলা ফুটবল বিশ্বকাপে জার্মান টিমকেই সবার শীর্ষে রাখা হয়েছে৷

https://p.dw.com/p/11lTH
Frauenfußball-WM 2011
কে জিতবে প্রমীলা ফুটবল বিশ্বকাপ?ছবি: DW

যে কোনো বড় ক্রীড়া প্রতিযোগিতার আগেই জুয়াড়িরা নড়েচড়ে বসে৷ মাঠে কী হচ্ছে, তার উপর কড়া নজর রাখে তারা৷ কোন দল কতদূর পৌঁছতে পারবে, তা আগেভাগে ঠিকমতো আঁচ করতে পারলে আর চিন্তা নেই৷ লক্ষ বা কোটি টাকাও জিতে নেওয়া সম্ভব৷ গোটা বিশ্বে সব চেয়ে বড় অনলাইন জুয়া খেলার ওয়েবসাইট ‘বেটফেয়ার'এ জার্মানিতে চলমান প্রমীলা বিশ্বকাপ সম্পর্কেও জুয়াড়িদের ভাবনা-চিন্তার একটা চিত্র পাওয়া যাচ্ছে৷

Deutschland Kanada
উদ্বোধনী ম্যাচে ক্যানাডা'কে ২-১ গোলে হারিয়েছে জার্মানিছবি: picture alliance / Ges-Sportfoto

‘বেটফেয়ার'এ জুয়াড়িদের ‘ফেভারিট' তালিকার দিকে নজর দিলে দেখা যাচ্ছে, স্বাগতিক দেশ জার্মানির প্রমীলা ফুটবলাররাই শীর্ষে রয়েছেন৷ শুধু তাই নয়, জুয়াড়িদের মতে জার্মানির বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রায় ৫৪ শতাংশ৷ তালিকায় দ্বিতীয় স্থানে ব্রাজিল৷ তবে জুয়াড়িদের মধ্যে মাত্র ১৬ শতাংশ ব্রাজিলের জয়ের পক্ষে বাজি ধরতে প্রস্তুত৷ কোনো প্রতিযোগিতায় দু'টি দলের মধ্যে এত বড় ব্যবধান সহজে দেখা যায় না৷ ব্রাজিলের পরেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন ও জাপান৷

Germany's Kerstin Gareferekes, right, is congratulated by her teammates Celia Okoyino Da Mbabi, left, and Linda Bresonik after scoring the opening goal during the group A match between Germany and Canada at the Women’s Soccer World Cup in Berlin, Germany, Sunday, June 26, 2011. (Foto:Markus Schreiber/AP/dapd)
স্বাগতিক দেশ জার্মানির প্রমীলা ফুটবলাররাই শীর্ষে রয়েছেনছবি: dapd

উদ্বোধনী ম্যাচে ক্যানাডা'কে ২-১ গোলে হারিয়ে তিন দিন বিরতি পেয়েছে জার্মানি৷ বৃহস্পতিবার জার্মান নারীদের প্রতিপক্ষ নাইজেরিয়া৷ এই ম্যাচের জন্য জার্মানির জয়ের পক্ষে প্রায় ৯৬ শতাংশ জুয়াড়ি ‘বেটফেয়ার'এ বাজি ধরেছে৷ আফ্রিকা মহাদেশের সবচেয়ে শক্তিশালী নারী ফুটবল টিম অবশ্য জেতার জন্য জান লড়িয়ে খেলবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ কারণ জয়ের মুখ না দেখলে গ্রুপ থেকে ছিটকে যাবে নাইজেরিয়া৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ