1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জুনে এসএসসি, জুলাই-আগস্টে এইচএসসি

২৯ ডিসেম্বর ২০২০

বাংলাদেশে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা জুনে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুলাই-আগস্টে নেয়ার পরিকল্পনা করেছে সরকার৷ এমন তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি৷

https://p.dw.com/p/3nJjq
বাংলাদেশে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা জুনে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুলাই-আগস্টে নেয়ার পরিকল্পনা করেছে সরকার৷ এমন তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি৷
ছবি: Abdullah Al Momin/bdnews24.com

তার আগে এসএসসি ও এইচএসসি স্তরের শিক্ষার্থীদের সিলেবাস ‘পুনর্বিন্যস্ত’ করা হবে৷ এসএসসি পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস এবং এইচএসসি পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত স্কুল-কলেজে ক্লাস নেয়া হবে৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শিক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে এসব তথ্য জানিয়েছে৷ মঙ্গলবার এক ভার্চুয়াল সাংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন,  ‘‘গত ১৬ মার্চ থেকে প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়৷ ফলে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করা সম্ভব হয়নি৷ সিলেবাস কাস্টমাইজ করার কার্যক্রম চলছে৷ ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের এ বিষয়ে জানাতে পারব৷’’

সিলেবাসকে কাঁটছাট করে ছোট করা হবে বলেও জানান তিনি৷ এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে৷ মন্ত্রী বলেন, ‘‘ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়কালে (এসএসসি পরীক্ষার্থীদের) ক্লাসরুমে পড়ানোর উদ্যোগ নেব, সেই চেষ্টা করছি৷ পরিস্থিতি যদি অনুকূলে থাকে ২০২১ সালের জুন নাগদ এই পরীক্ষা নেওয়ার চেষ্টা করব৷ স্কুলগুলো খুলে দেওয়ার চেষ্টা করব৷  দশম ও দ্বাদশ শ্রেণি যেন নতুন সিলেবাসে ক্লাস করে পরীক্ষা দিতে পারে৷’’

অন্যদিকে আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ‘পুনর্বিন্যস্ত’ সিলেবাস ৩১ জানুয়ারির মধ্যে জানিয়ে দেয়া হবে৷ ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ক্লাস হতে পারে৷ জুলাই-আগস্ট নাগাদ পরীক্ষা নেয়ার পরিকল্পনার কথা জানান তিনি৷

এবার মহামারির মধ্যে চলতি বছর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলেও আগেই ঘোষণা দেয় সরকার৷ পরীক্ষার্থীদের অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করার কথা বলা হয়৷ তবে সেজন্য একটি অধ্যাদেশ জারি করা হবে বলে জানান মন্ত্রী৷ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘সহসাই এটি জারি করা হবে৷’’

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান