1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জীবন নিয়ে শঙ্কায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী

২২ জুলাই ২০২৪

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলাম ঢাকার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন৷ তার দেহের নানা স্থানে আঘাতের চিহ্ন রয়েছে৷ নিজের জীবন নিয়ে শঙ্কিত বলেও জানিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/4ibsk
রোববার সকালের দিকে জ্ঞান ফেরার পর তিনি নিজেকে ঢাকার উত্তরে একটি রাস্তার পাশে আবিষ্কার করেন বলে জানান নাহিদ৷ একটি রিকশা তাকে তার বাসায় নিয়ে যায় এবং তার পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন৷
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী নাহিদ ইসলাম ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

২৬ বছর বয়সি সমাজবিজ্ঞানে স্নাতক এই তরুণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক৷ এই গোষ্ঠীটি সরকারি চাকুরিতে অর্ধেকের বেশি কোটা রাখার যে রায় হাইকোর্ট দিয়েছিল, তার বিপরীতে কোটা সংস্কার আন্দোলনের মূল সংগঠন হিসেবে কাজ করছে৷ কিন্তু ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠন এবং নিরাপত্তা বাহিনীর বাধার মুখে সেই আন্দোলন দ্রুতই সহিংস হয়ে ওঠে এবং ইতোমধ্যে দেড়শ'র বেশি প্রাণহানি হয়েছে৷

সোমবার হাসপাতালে ফরাসি বার্তাসংস্থা এএফপির সঙ্গে কথা বলার সময় তিনি বলেন ‘‘এত এত রক্তপাত, হত্যা এবং জানমালের ক্ষতি হোক'' তা তিনি চাননি৷

নাহিদ বেশ শান্ত গলায় কথা বলেন৷ তার কথা বলার ধরন অন্যান্য ছাত্রনেতাদের চেয়ে আলাদা৷

শুক্রবার অবধি কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম৷ কিন্তু শনিবার ভোররাতের দিকে একদল মানুষ নিজেদেরকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন৷ তিনি তখন ছাদে চলে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি৷

‘‘চার, পাঁচজন লোক জোর করে ধরে আমাকে নিচে নিয়ে যায় এবং তাদের গাড়ির ভেতরে প্রবেশ করায়৷ আমার চোখ বাঁধা ছিল এবং হাতে হাতকড়া পরানো ছিল,'' সেদিনের ঘটনা জানাতে গিয়ে বলেন নাহিদ৷

তিনি জানান যে তাকে গাড়িতে করে ৩০ থেকে ৪০ মিনিটের দূরত্বে একটি বাড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়৷

‘‘আমরা কেন এটি করছি, আমাদের উদ্দেশ্য কী, আমরা কেন আন্দোলন প্রত্যাহার করছি না, আমাদের আন্দোলনের পেছনে কে আছেন- এসব প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল,'' বলেন নাহিদ৷ 

‘‘তারা আমার উত্তরে সন্তুষ্ট হচ্ছিল না এবং এক পর্যায়ে আমাকে মারতে শুরু করে৷ তারা আমাকে লোহার রডের মতো কিছু দিয়ে আঘাত করে এবং এক পর্যায়ে আমি অচেতন হয়ে যাই,'' যোগ করেন তিনি৷

রোববার সকালের দিকে জ্ঞান ফেরার পর তিনি নিজেকে ঢাকার উত্তরে একটি রাস্তার পাশে আবিষ্কার করেন বলে জানান নাহিদ৷ একটি রিকশা তাকে তার বাসায় নিয়ে যায় এবং তার পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন৷

ডান হাতে আঘাতের চিহ্ন দেখিয়ে এএফপিকে নাহিদ বলেন, ‘‘আমি এবং আরো অনেক সমন্বয়ক জীবনের শঙ্কায় আছেন৷ কয়েকজন সহসমন্বয়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না৷''

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পরও চাকুরি পাননি নাহিদ ইসলাম৷ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন তিনি৷

বর্তমান আন্দোলনের সময় উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে কর্তৃপক্ষের ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ', ‘উস্কানিমূলক বক্তব্য' এবং নিপীড়নকে দায়ী করেছেন তিনি৷

‘‘সরকারের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন জনগণ৷ এই আন্দোলনে হতাহতের পক্ষে ন্যয়বিচার দাবি করছি আমরা,'' বলেন তিনি৷

ইন্টারনেট খুলে দেয়ার দাবি জানিয়ে নাহিদ বলেন, ‘‘সরকার গণমাধ্যম পুরোপুরি নিয়ন্ত্রণ করছে৷ বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি গুরুতরভাবে ভেঙে পড়েছে৷ আমরা নিশ্চিতভাবে জানি না কতজন মানুষ প্রাণ হারিয়েছেন৷''

এআই/এসিবি (এএফপি)