জার্মানির রয়েছে বিশাল জাহাজ লিফট৷ জাহাজ একটি বেসিনে ঢোকার পর খোলা প্রান্ত বন্ধ করে দেওয়া হয়৷ তারপর ১০ মিনিটে উপরে তোলা হয়৷ এরপর পার্টিশন প্রাচীর নামিয়ে জাহাজকে বের হতে দেওয়া হয়৷ এর জন্য মাত্র কয়েক কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ প্রয়োজন হয়৷ কিন্তু এমন লিফটের দরকার কী?