1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির হ্যান্ডবল বিশ্বকাপ জয়: যেন শীতকালের এক রূপকথা

দেবারতি গুহ৬ ফেব্রুয়ারি ২০০৭

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালের পর জার্মানির মানুষ মুষড়ে পড়েছিল৷ যে স্বপ্ন নিয়ে এতো আয়োজন, এতো উদ্দীপনা -- সেই স্বপ্ন তখন পুরণ না হলেও, রবিবারের হ্যান্ডবল বিশ্বকাপ জয়ের পর -- আনন্দে, উত্তেজনায় ফেটে পড়েছিল জার্মানির মানুষ৷

https://p.dw.com/p/DPa8
ছবি: AP

১৯৩৮ এবং ১৯৭৮ সালের পরে, এবারই প্রথম জার্মানির জাতীয় হ্যান্ডবল দল বিশ্বে প্রথম স্থান অধিকার করল৷ রোববার কোলনে তারা পোল্যান্ডকে ২৯:২৪ গোলে হারিয়ে জিতে নিল বিশ্বকাপের খেতাব৷

কিন্তু শুধু বিশ্বকাপ জেতা নয় -- তার সঙ্গে সঙ্গে আরো একটা বিশ্বরেকর্ড ভেঙ্গেছে জার্মানি৷ রবিবারের এই খেলা দেখেছে প্রায় ১ কোটি ৬১ লক্ষ ৭০ হাজার মানুষ৷ জার্মানির প্রধান টেলিভিশন চ্যানেল দাস এর্সটে এই খেলার সরাসরি সম্প্রচার করে৷ জার্মানির হ্যান্ডবল খেলার ইতিহাসে এমন ঘটনা এই প্রথম৷


খেলা শেষের ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ বেড়িয়ে পড়ে রাস্তায়৷ কোলনের পৌঢ়ভবনে এবং ভীল শহরে জাতীয় হ্যান্ডবল দলের প্রধান ক্যাম্পে জরো হয় প্রায় ৩০০০ মানুষ৷ উত্ সবে, আনন্দে, উন্মাদ হয়ে ওঠে তারা৷

হ্যান্ডবল বিশ্বকাপের এই খেতাব জার্মানি জিতল ব্রাজিল, আরজেন্টিনা, স্লাভেনিয়া, টিউনিসিয়া, স্পেন, ফ্রান্স এবং সবশেষে পোল্যান্ডকে হারিয়ে৷

জার্মানির জাতীয় হ্যান্ডবল দলের কোচ হাইনার ব্র্যান্ড তাঁর দলের এই জয়কে অভাবনীয় বলে মন্তব্য করেছেন৷ তিনি বলেন, জার্মান দল ছিল চটপটে, মারকুটে এবং প্রাণবন্ত৷