জার্মানির সামরিক বাহিনীতে কাটছাঁট
১৯ মে ২০১১সেনা সংস্কার
জার্মানির সামরিক বাহিনীর সদস্য সংখ্যা মোটামুটি ৪৫,০০০ এর মতো কমানোর পরিকল্পনা করছে সরকার৷ সেক্ষেত্রে ভবিষ্যতে সেনা সংখ্যা দাঁড়াবে ১৭৫,০০০ থেকে ১৮৫,০০০-এর মধ্যে৷ তবে, বিদেশে সেনা উপস্থিতির হার বাড়িয়ে দশ হাজারে উন্নীত করার চিন্তাভাবনা রয়েছে নতুন পরিকল্পনায়৷ বিশেষ করে ভবিষ্যতে জাতিসংঘ মিশনে আরো বেশি সেনা সরবরাহ করতে পারে জার্মানি৷ প্রতিরক্ষামন্ত্রী থমাস দেমেজিয়ের বুধবার বুন্ডেসভেয়ার সংস্কার পরিকল্পনা প্রকাশ করেন৷ তিনি সামরিক বাহিনীর বর্তমান সাংগঠনিক কাঠামোকে চলতি এবং ভবিষ্যৎ মিশনের জন্য ‘অপর্যাপ্ত' আখ্যা দিয়েছেন৷ তবে সেনা সদস্যদের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন প্রতিরক্ষামন্ত্রী৷
শুধুই কী অর্থ সাশ্রয়?
নতুন পরিকল্পনায় ঠিক কী পরিমাণ অর্থ সাশ্রয় করা যাবে সেটি এখনো পরিষ্কার নয়৷ দেমেজিয়ের এর আগে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ছিলেন কার্ল থিওডোর সু গুটেনব্যার্গ৷ তাঁর সময়ে, সামরিক বাহিনী থেকে ৮.৩ বিলিয়ন ইউরো সাশ্রয়ের পরিকল্পনা করা হয়েছিল৷ তবে গত মার্চে পদত্যাগের আগে গুটেনবার্গ জানিয়েছিলেন, ২০১৪ সালের মধ্যে এই অর্থ সাশ্রয় পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নাও হতে পারে৷ দেমেজিয়ের জানাচ্ছেন, সামরিক সংস্কারের উদ্দেশ্য হচ্ছে বুন্ডেসভেয়ারকে আন্তর্জাতিক অঙ্গনে আরো সক্রিয় করা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানো৷ তাছাড়া গুটেনব্যার্গের সময়কার সংস্কার পরিকল্পনাকে পুর্নবিবেচনা করেছেন দেমেজিয়ের৷ সেই পরিকল্পনার মূল বিষয়গুলোকে তিনি সমর্থন করলেও সেনা সদস্য কমিয়ে ১৬০,০০০ করার প্রাথমিক লক্ষ্যকে পুরোপুরি গ্রহণ করেননি নতুন প্রতিরক্ষামন্ত্রী৷
বাস্তবায়ন
প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ৬ থেকে ৮ বছরের মধ্যে পর্যায়ক্রমে সামরিক বাহিনীতে সংস্কার সাধন করা হবে৷ পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগামী দু'বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে৷ বলাবাহুল্য, গত অর্ধশতকের মধ্যে এই প্রথম বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে জার্মান সেনাবাহিনীতে৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই