1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির প্রমীলা প্রিন্স ‘রিজার্ভ’ তালিকায়

৮ জুলাই ২০১১

জার্মানির প্রমীলা বিশ্বকাপ দলের খেলোয়াড় বিরগিট প্রিন্স-এর সাফল্য নেহাত কম নয়৷ বিশ্বকাপ আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি৷ জার্মান দলের নেতৃত্বও তাঁর কাছে৷

https://p.dw.com/p/11rEJ
বিরগিট প্রিন্সছবি: dapd

কিন্তু সেই প্রিন্স এবারের বিশ্বকাপে তেমন একটা জ্বলে উঠতে পারেননি৷ ফ্রান্সের বিরুদ্ধে সর্বশেষ ম্যাচে প্রিন্স-এর স্থান ছিল সাইড লাইনে৷ বরং তাঁর বদলে দলে জায়গা পাওয়া ইনকা গ্রিন্স দুটো গোল করেছেন স্বাগতিকদের হয়ে৷ ফলাফল ৪-২ গোলে জয়৷

এই খেলার পর বিরগিট প্রিন্স আর নিজেকে দলের সঙ্গে ঠিক মানাতে পারছেন না৷ তিনি বলেন, আমি খেলার জন্য আবারো প্রস্তুত৷ কিন্তু আমি খেলার প্রত্যাশা করছি না৷ বর্তমান দলে পরিবর্তনের প্রয়োজন নেই৷

বিরগিট তিনবার বিশ্বসেরা ফুটবলার খেতাব জয় করেছিলেন৷ প্রমীলা বিশ্বকাপে এখন পর্যন্ত তাঁর অর্জন ১৪ গোল৷ এটি একটি রেকর্ডও৷ অথচ সেই তারকা এবারের আসরের প্রথম দুই ম্যাচে একেবারেই সুবিধা করতে পারেননি৷ প্রিন্স স্বীকারও করেছেন সেকথা৷ তিনি বলেন, আমি চাপের সঙ্গে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারিনি৷ আমি জানি দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এবং বাইরে থেকেও আমার প্রতি ইতিবাচক সাড়া অনুভব করছি না৷

Frauenfußball-WM Deutschland Frankreich Birgit Prinz Flash-Galerie
সহখেলোয়াড়দের সাথে প্রিন্সছবি: dapd

প্রিন্স তাঁকে নিয়ে কিছু সমালোচনাও সহ্য করেছেন৷ এমনকি এক পর্যায়ে খেলা ছেড়ে দেওয়ার চিন্তাও করেছিলেন৷ তিনি বলেন, আমার মনে হচ্ছে, আমি নিজেকে কেমন যেন ছেড়ে দিচ্ছি৷ আমি এটাও অনুভব করছি যে, নিজেকে অনেক চাপের মধ্যে ফেলেছি৷

আগামী শনিবার ভোল্ফসবুর্গে জাপানের মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি৷ এই খেলায় দলে ফেরার আশা করছেন না প্রিন্স৷ এদিকে, প্রমীলা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার লেভারকুজেনে ইংল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স৷ রবিবার আউকসবুর্গে সুইডেন-এর বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া আর ড্রেসডেন-এ ব্রাজিলের মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই