1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে শীতে ৩ মাসে ৯ গৃহহীনের মৃত‌্যু

২৫ ডিসেম্বর ২০১৮

জার্মানিতে শীতের তীব্রতায় অক্টোবর থেকে এ পর্যন্ত ৯ গৃহহীনের মৃ্ত্যু হয়েছে৷ গৃহহীনদের জন্য সক্রিয় সংগঠন বিএজিডব্লিউ গত সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে৷

https://p.dw.com/p/3Acag
ছবি: picture alliance/NurPhoto/E. Contini

সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক ভেরেনা রোজেনকে জানান, মৃতদের কয়েকজনের ময়নাতদন্তের কাজ চলছে৷ তবে ধারণা করা যাচ্ছে, শীতের তীব্রতার কারণেই এই প্রাণহানি

তিনি আরো জানান, বন্দর নগরী হামবুর্গে ৪জন, ড্যুসেলডর্ফে দুইজন এবং কোলন, এসেন ও   লাউশহামারে একজন করে মোট ৯ জনের মৃত্যু ঘটেছে এ পর্যন্ত৷ ২০১৭ সালে এই সময়ে শীতে তিন জনের মৃ্ত্যু হয়েছিল বলে জানায় সংগঠনটি৷ তারা এ-ও দাবি করে  যে, গত বছর এমন অনেক মৃ্ত্যুর ঘটনাই তালিকাভূক্ত হয়নি৷

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ঠান্ডায় মৃত্যুর তালিকা করা হয়েছে৷ বিবৃতিতে  জার্মান সরকারের তীব্র সমালোচনা করে বিএজিডব্লিউ৷ উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত জার্মানিতে ঠান্ডায় মোট প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে৷

সংগঠনটি আরো জানায়, জার্মানিতে গৃহহীনদের সংখ্যা বাড়ছে৷ প্রথমবারের মতো এ সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে৷ এর আগে ২০১৭ সালে বিএজিডব্লিউ-এর প্রতিবেদনে বলা হয়, গৃহহীনের সংখ্যা ৮ লাখ ৬০ হাজার৷ তাঁদের নিজেদের থাকার কোনো আবাস নেই৷ এর মধ্যে ৫২ হাজার খোলা আকাশের নীচে রাত কাটায়৷

ভেরেনা রোজেনকে বলেন, ‘‘গত বছর প্রতিবেদন প্রকাশের সময়ই আমরা জানিয়েছিলাম এই সংখ্যা বাড়বে৷''

এফএ/এসিবি (কেএনএ/ এএফপি )

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য