1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যজার্মানি

জার্মানিতে রেল ধর্মঘট হচ্ছে না

২৯ আগস্ট ২০২৩

জার্মানির সরকারি রেলওয়ে অপারেটর ও কর্মী ইউনিয়নের মধ্যে চুক্তি হলো। তাই রেল ধর্মঘট আপাতত হচ্ছে না।

https://p.dw.com/p/4VgIs
মিউনিখ রেল স্টেশন।
জার্মানিতে আপাতত রেল ধর্মঘট এড়ানো গেল। ছবি: Wolfgang Maria Weber/IMAGO

অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার কথা জানিয়েছিল পরিবহন কর্মী ইউনিয়ন ইভিজি। কিন্তু জার্মানির রেল অপারেটর ডিবি-র সঙ্গে তাদের চুক্তি হয়েছে। দুই পক্ষই কর্মীদের বেতন বাড়ানো নিয়ে আর্বিট্রেটরের  রায় মেনে নেবে।

ইউনিয়নের ৫২ দশমিক তিন শতাংশ কর্মী এই সিদ্ধান্ত মেনে নেয়ার পক্ষে রায় দিয়েছেন। এরপরই ইভিজি ঘোষণা করেছে, তারা আর অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছে না।

ইভিজির প্রধান মার্টিন বুরকার্ট বার্লিনে বলেছেন, তাদের আশা, এর ফলে কর্মীদের যথেষ্ট পরিমাণে বেতন বাড়বে। কম ও মাঝারি আয়ের কর্মীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

ডিবি-ও জানিয়েছে, এই সমঝোতায় তারা খুশি।

তবে আরেকটি পরিবহন ইউনিয়ন জিডিএল এই বছরের শেষে তাদের সদস্যদের রায় নিতে শুরু করবে। গত জুন মাসে এই ট্রেনচালকদের ইউনিয়ন তাদের দাবি পেশ করেছিল। তারা জানিয়েছিল, তাদের বেতন মাস অন্তত ৫৫৫ ইউরো বাড়াতে হবে। তাছাড়া তিন হাজার ইউরো করমুক্ত বোনাস দিতে হবে। তাছাড়া ভাতার পরিমাণ ২৫ শতাংশ বাড়াতে হবে। 

জিএইচ/এসজি(ডিপিএ, এএফপি, রয়টার্স)