1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি

লেখক: সঞ্জীব বর্মন, সম্পাদক: আব্দুল্লাহ আল-ফারুক১৬ মার্চ ২০০৯

জার্মানি, বাংলাদেশ বা ভারত – ফুটবলের জনপ্রিয়তা কোথাও কম নয়৷ ইদানিংকালে নারীদের ফুটবলের জনপ্রিয়তাও বেড়ে চলেছে৷ জার্মানিতে চলছে ২০১১ সালের বিশ্বকাপের প্রস্তুতি৷

https://p.dw.com/p/HDg2
ফাইল ফটোছবি: picture-alliance / dpa

২০১১ সালে জার্মানিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের আসর৷ পুরুষ নয় – নারীদের ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর বসবে জার্মানিতে৷ ২০০৭ সালে চিনের শাংহাই শহরে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল জার্মান নারীদের টিম৷ পর পর দু'বার বিশ্বসেরা হওয়ার পর স্বদেশের মাটিতেও যদি তাদের জয় হয়, তাহলে তা হবে চমকপ্রদ এক ঘটনা৷ কিন্তু নারীদের ফুটবল কতটা জনপ্রিয়? এক সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী জার্মানিতে নারীদের ফুটবলের জনপ্রিয়তা বেড়েই চলেছে৷ বায়ার্ন মিউনিখের মত ক্লাবও নারীদের টিম গড়ে তুলছে এবং সংবাদ মাধ্যমেও নারীদের ফুটবল সম্পর্কে আগ্রহ বেড়ে চলেছে৷ শুধু জার্মানি নয় – ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত গোটা বিশ্বে নারী ফুটবলারদের সংখ্যা ২ কোটি ১৯ লক্ষ থেকে বেড়ে ২ কোটি ৬০ লক্ষে পৌঁছে গেছে৷

জার্মানিতে নারীদের বিশ্বকাপ ফুটবল আসরের প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে আগামী ২৩শে মার্চ থেকে ১লা এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ‘ফিফা'র প্রতিনিধিরা দেশের স্টেডিয়ামগুলি ঘুরে দেখবেন৷ স্টেডিয়ামে খেলোয়াড়, দর্শক, সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় জায়গা থেকে শুরু করে নিরাপত্তার ব্যবস্থা – প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখবেন তাঁরা৷